মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

এল ক্ল্যাসিকো জিতে শীর্ষে রিয়াল

রিয়াল ২ - ০ বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

এল ক্ল্যাসিকো জিতে শীর্ষে রিয়াল

সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্ল্যাসিকোর লড়াই। লা লিগায় এমন লড়াইয়ে সাধারণত বার্সারই জয় হয়। অন্তত ২০১৪ সালের পর থেকেই তাই হয়ে আসছে। কিন্তু অতীতটা বদলে দিলেন ভিনিসাস জুনিয়র। তাকে সঙ্গ দিলেন মারিয়ানো। দুজনের একটি করে গোলে বার্সাকে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধার করল জিদানের দল। পাশাপাশি লা লিগার শিরোপা জয়ে এক ধাপ এগিয়েও গেল।

ক্রিস্টিয়ানো এসেছিলেন। এই মাঠে তিনি এক সময় দুর্দান্ত দাপটে খেলে বেড়াতেন। রিয়াল সমর্থকরা রোনালদোর বুনো উৎসব দেখতে ছুটে আসতো। গত রবিবার রোনালদো এসেছিলেন অতিথি হিসেবে। তাকে দেখেই হয়ত বা বাড়তি প্রেরণা পেয়েছিলেন মার্সেলো, কাসেমিরো আর কর্টোয়ারা। মেসি, গ্রিজমান, ভিডালদের সাঁড়াশি আক্রমণগুলো দারুণভাবে রুখে দিয়েছেন মার্সেলোরা। অন্যদিকে গোছানো আক্রমণে গোল করেছেন ভিনিসাস আর মারিয়ানো। এ জয়ে লা লিগায় ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠে এল রিয়াল মাদ্রিদ। ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সেলোনা। এখনো হাতে ১২ ম্যাচ আছে। এর মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। তবে এল ক্ল্যাসিকোর লড়াইয়ে জিতে জিনেদিন জিদান নিজেদেরকে চলতি মৌসুমে সেরা প্রমাণ করলেন। বার্সা কোচ সেটিয়েন অবশ্য বলছেন, ‘শিরোপার লড়াইটা এখনই শেষ হয়ে যায়নি।’ জিদান এল ক্ল্যাসিকো জিতে দারুণ খুশি। চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগায় টানা দুই পরাজয়ের পর বার্সেলোনার মুখোমুখি হয়েছিল তার দল। এখন বুঝা যাচ্ছে, মূলত এল ক্ল্যাসিকোর প্রস্তুতি নিতে গিয়ে অন্যদিকে মনোযোগই দিতে পারেননি জিদান!

সর্বশেষ খবর