মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

শূন্য হাতে দেশে ফিরছেন সালমারা

ক্রীড়া প্রতিবেদক

স্বপ্ন ছিল বড় একটি দলকে হারানোর। সেটা ভারত, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের যেকোনো একটি। ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কাকে গোনায় ধরেননি সালমারা। টি-২০ বিশ্বকাপ শুরুর আগে মহিলা ক্রিকেটারদের লক্ষ্য ছিল, বড় দলগুলো যেকোনো একটিকে হারানোর পাশাপাশি শ্রীলঙ্কাকে হারানোর। গতকাল মেলবোর্নে সেই কাজটিই করতেই পারেনি টাইগ্রেসরা। হেরেছে গো-হারা। ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে সালমারা দেশে ফিরছেন শূন্য হাতে। এই হারে টি-২০ মহিলা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে আগামী আসরের বাছাইপর্ব টপকাতে হবে বাংলাদেশকে। হতাশায় শেষ টুর্নামেন্টের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৯১ রান স্কোর বোর্ডে জমা করে সালমাবাহিনী। সর্বোচ্চ ৩৯ রান করেন নিগার সুলতানা। ৪৫ বলের ইনিংসে ৫ চারের মার ছিল। শ্রীলঙ্কার সিরিবর্ধনে ১৬ রানের খরচে নেন ৪ উইকেট। ৯২ রানের টার্গেটে খেলতে নেমে ২৭ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দ্বীপরাস্ট্র।

সর্বশেষ খবর