মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

কুমিল্লায় ফিরছে ফুটবল

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

ক্রিকেটের পর এবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসবে ফুটবলের মেগা আসর। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) উন্মাদনায় মাতবে দর্শকরা। ৭ মার্চ কুমিল্লার মাঠে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। হাই ভোল্টেজ ম্যাচ দেখার জন্য অপেক্ষায় রয়েছে দর্শকরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়সহ অন্যান্য কর্মকর্তারা রবিবার মাঠ পরিদর্শন করেছেন। এটি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। গ্যালারিতে ২০ হাজার দর্শকের ধারণক্ষমতা রয়েছে। এক সময় কুমিল্লা থেকে অনেক তারকা ফুটবলার দেশ কাঁপিয়েছেন। কালের বিবর্তনে সেসব এখন শুধু স্মৃতিই বলা যায়। তবে ৭ মার্চ খেলা হবে কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান অভিজ্ঞ সংগঠক ফজলুর রহমান বাবুল বলেছেন ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ৭০ ভাগ প্রস্তুত। বাকিটা ম্যাচের আগে সম্পন্ন হবে আশা করছি। অন্যদিকে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা চাই ফুটবল জেলায় জেলায় ছড়িয়ে পড়–ক। তাই কুমিল্লার ভেন্যু নিয়ে আমার কোনো আপত্তি নেই। ৭ মার্চ কুমিল্লার মাঠ খেলার জন্য উপযোগী কিনা তা নিশ্চিত নয়। এএফসি কাপে ১১ মার্চ আমাদের প্রথম খেলা। এ অবস্থায় অনুপযোগী মাঠে কিংসের কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে সমস্যার মধ্যে পড়ে যাব। লিগ কমিটির কাছে তাই অনুরোধ রাখছি ৭ মার্চে মোহামেডানের বিপক্ষে ম্যাচটি পিছিয়ে দেয়া হয়।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর