মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

প্রিমিয়ার ক্রিকেটের দল-বদল শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

১৯৭৬ সাল থেকে ঢাকা ক্রিকেট লিগে বিদেশি ক্রিকেটার খেলছেন। টানা ৪০ বছর বিদেশি ক্রিকেটারদের ব্যাট বলের লড়াইয়ে উপভোগ্য ছিল ঢাকা ক্রিকেট লিগ। চার দশক পর এবারই প্রথম লিগে দেখা যাবে না বিদেশি ক্রিকেটারদের। অথচ আবাহনী, মোহামেডান, বিমান, ব্রাদার্স ইউনিয়নসহ ক্লাবগুলোতে খেলেছেন ওয়াসিম আকরাম, অজয় জাদেজা, রমন লাম্বা, অর্জুনা রানাতুঙ্গা, সনৎ জয়সুরিয়াদের মতো বিশ্বসেরা ক্রিকেটার। শুধু বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি নয়, ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘লিস্ট’-এ মর্যাদা পাওয়ার পর এবারই প্রথম ঢাকার বাইরে আসর বসছে। প্রথম তিন রাউন্ডের খেলা হবে চট্টগ্রাম ও কক্সবাজারে। এরপর ফিরবে ঢাকায়। দুই দুটি চমক ছাড়াও প্রিমিয়ার ক্রিকেটের দল-বদলে থাকছে আরও একটি চমক। সেটা হচ্ছে, ৬/৭ মৌসুম পর ক্রিকেটাররা এবারই প্রথম নিজ নিজ পছন্দের দল বেছে নিতে পারছে। জানুয়ারিতে প্রিমিয়ার ক্রিকেট আয়োজনের সূচি ছিল। পাকিস্তান সিরিজকে সামনে রেখে বিসিবি ক্রিকেটারদের প্রস্তুতির জন্য বিসিএলের আয়োজন করে। প্রিমিয়ার ক্রিকেট পিছিয়ে ১৫ মার্চ শুরু হবে। দল-বদল ৩, ৪ ও ৫ মার্চ। জাতীয় দলের ক্রিকেটাররা দল-বদল করবেন সিলেটে। কারণ, জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে টাইগাররা।

সর্বশেষ খবর