বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

শেষ ম্যাচে নেই মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

শেষ ম্যাচে নেই মুশফিক

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল ৫০ বলে ৫৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। তারপরও তৃতীয় ম্যাচে তার খেলা হচ্ছে না। গতকাল বাংলাদেশ জিম্বাবুয় ম্যাচের মধ্যাহ্ন বিরতির সময় পরিষ্কার জানিয়ে দিয়েছেন নির্বাচক প্যানেলের প্রধান মিনহাজুল আবেদীন নান্নু। যেহেতু মুশফিক পাকিস্তান সফরে যাচ্ছেন না তাই তিনি বাদ পড়ে যাচ্ছেন তৃতীয় ওয়ানডের দল থেকে। মিনহাজুল বলেন, ‘আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে আমরা একটা চিন্তাভাবনা করেছি। পাকিস্তানে যেহেতু আমাদের একটা ওয়ানডে আছে। তো জিম্বাবুয়ের সঙ্গে যদি আজ সিরিজ জয় নিশ্চিত হয়ে যায় তাহলে শেষ ওয়ানডেতে পাকিস্তানে যে ১১ জন খেলবে তাদেরকে আমরা খেলাব।’

গত সোমবার মুশফিকের সঙ্গে কথা বলেছেন মিনহাজুল। সেখানেই মুশফিক পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাকিস্তানে তৃতীয় দফায় সফরেও তিনি যাবেন না। তবে গুঞ্জন ছিল, মুশফিককে নাকি পাকিস্তান যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে! তবে গতকাল হুমকির বিষয়টি অস্বীকার করেছেন মিনহাজুল। মুশফিকের সঙ্গে বৈঠক সম্পর্কে তিনি বলেন, ‘ যেহেতু সামনে পাকিস্তান সফর আছে আমাদের, এই সিরিজটার পরেই। তো সে হিসেবে মুশফিককে আমরা  ডেকেছিলাম, ওর কনফার্মেশন জানার জন্য। ও সরাসরি ওর সিদ্ধান্ত জানিয়েছিল, ব্যাপারটা ওখানেই  শেষ হয়ে গিয়েছিল। আবার ডাকলাম যে একটা টেস্ট ও ওয়ানডের জন্য বিবেচনা করার জন্য।’

মিনহাজুল বলেন, ‘আমরা কিছু নিউজে দেখেছি (মুশফিককে হুমকি দেওয়া প্রসঙ্গে), খবরটা ঠিক না। অফিশিয়ালি আমরা ওকে জিজ্ঞাসা করেছিলাম ও যাবে কিনা। টিম ম্যানেজমেন্ট ও আমরা একসঙ্গে বসেছিলেম, হেড কোচও ছিল। ও সরাসরি বলেছে যে ‘না’।’

যদি মাশরাফি পাকিস্তান যেতে না চায় সেক্ষেত্রে তাকেও কি তৃতীয় ওয়ানডের একাদশে নেওয়া হবে না? এমন প্রশ্নে মিনহাজুলের উত্তর, ‘মাশরাফিকে নিয়ে এখনো আলোচনা হয়নি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর