শিরোনাম
বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

টিসি স্পোর্টসের জন্য প্রস্তুত বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

টিসি স্পোর্টসের জন্য প্রস্তুত বসুন্ধরা কিংস

কিংস অধিনায়ক ড্যানিয়েল কলিনড্রেস

বেশ আগেই শুরু হয়েছে নতুন ফুটবল মৌসুম। ফেডারেশন কাপ জিতে মৌসুমটা দারুণভাবেই শুরু করেছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে অভিষেক আসরেই লিগ জিতে ইতিহাস গড়া অস্কার ব্রুজোনের শিষ্যরা টানা দ্বিতীয়বারের মতো লিগ জয়ের পথে ছুটে চলেছে। এরই মধ্যে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে তারা। লিগে তিন ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করেছে কিংস। চলতি মৌসুমে লিগ শিরোপা ছাড়াও বসুন্ধরা কিংসের রয়েছে ভিন্ন লক্ষ্য। এএফসি কাপে ইতিহাস গড়া।

আর মাত্র দুটি ম্যাচ। রহমতগঞ্জ (আজ) এবং মোহামেডানের (শনিবার) সঙ্গে খেলেই এএফসি কাপে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। এশিয়ান লেভেলে খেলার জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই হাতছাড়া করছেন না কিংস কোচ অস্কার ব্রুজোন। তিনি বলেন, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে।’ তবে প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়েও বেশ সতর্ক এ স্প্যানিশ কোচ। এরই মধ্যে টিসি স্পোর্টস নিয়ে বেশ গবেষণা করেছেন তিনি। ব্রুজোন বলছেন, ‘এএফসি কাপে আমাদের প্রথম প্রতিপক্ষ টিসি স্পোর্টস। তাদেরকে নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি। মালদ্বীপের লিগের ম্যাচগুলোতে তাদের পারফরম্যান্স কেমন তা দেখেছি।’ এরই মধ্যে শক্তি বাড়িয়েছে এএফসি কাপে কিংসের প্রথম প্রতিপক্ষ। ব্রুজোন বললেন, ‘টিসি স্পোর্টস দলে মালদ্বীপ জাতীয় দলের বেশ কয়েকজন দারুণ ফুটবলার আছে। ওদের অধিনায়ক আকরাম আবদুল গনি এবং মালদ্বীপের কিংবদন্তিতুল্য ফুটবলার আলি আশফাক। তাছাড়া সম্প্রতি তারা বিদেশি ফুটবলার নিয়েও দলের শক্তি বাড়িয়েছে। মৌসুমপূর্ব ১৫ দিনের ট্রেনিং সম্পন্ন করেছে কাতারে।’ সবমিলিয়ে ঢাকায় টিসি স্পোর্টসের বিপক্ষে ম্যাচটা যে বেশ কঠিন হবে তা মানছেন কিংস কোচ। এজন্য অবশ্য নিজেদের প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি। অস্কার ব্রুজোন বলেন, ‘ম্যাচটা বেশ কঠিন হতে যাচ্ছে। দুটো দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় অভ্যস্ত। আর টুর্নামেন্টের প্রথম ম্যাচে উভয় দলই তো জয় চাইবে। আমরাও জয় চাই।’

সর্বশেষ খবর