বুধবার, ৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

‘ভারতে এলে ওদের দেখিয়ে দেব’

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। শচীন টেন্ডুলকারের সঙ্গেও তার তুলনা করা হয়। কোনো সংশয় নেই কোহলি যে জাত ক্রিকেটার। তবে মাঠে তার আচরণ নিয়েও কম বিতর্ক হয় না। হারলেই মেজাজ হারিয়ে ফেলেন। ক্রাইস্ট চার্চেও তাই দেখা গেল। তৃতীয় দিনে নিউজিল্যান্ডের কাছে টেস্ট হারার পরই কোহলি ক্ষুব্ধ হয়ে ওঠেন। সিরিজে কোহলির ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল হতাশাজনক। ম্যাচ হারের পর ভারতীয় অধিনায়ক যে আচরণ করেছেন তা পাড়া-মহল্লার ম্যাচে বিভেদের সঙ্গে তুলনা চলে। কোহলি অনেকটা চিৎকার দিয়ে বলেন, নিউজিল্যান্ড ভারতে আসুক তাদের দেখিয়ে দেব। সতীর্থরা বার বার তাকে শান্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি। বরং আরও তেলে বেগুনে জ্বলে উঠেন। ভারতীয় ক্রিকেট বোর্ডও কোহলি আচরণে বিস্মিত। যদিও বোর্ড এ নিয়ে এখনো কোনো মন্তব্য করিনি। তবে সাবেক ক্রিকেটাররা মনে করছেন কোহলিকে অন্তত সতর্ক করে দেওয়া উচিত।

সর্বশেষ খবর