বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

কিংসের স্বস্তির জয়

রহমতগঞ্জ ১ - ২ বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

কিংসের স্বস্তির জয়

খেলছেন খেলাচ্ছেন, প্রতি ম্যাচেই জ্বলে উঠছেন কিংসের বিশ্বকাপ তারকা কলিনড্রেস -বাংলাদেশ প্রতিদিন

বখতিয়ার দুইশবেকভ, আখতাম নাজারভ, নিকোলাস দেলমন্তের মতো শক্তিশালী ফুটবলার খেলছেন। রয়েছেন তৌহিদুল আলম সবুজ, বিপলু আহমেদ, ইয়ামিন খান, তপু বর্মনদের মতো ফুটবলার। কিন্তু বসুন্ধরা কিংসের সাফল্যের প্যারামিটারটা পুরোপুরি নির্ভরশীল কোস্টারিকার বিশ্বকাপ তারকা ড্যানিয়েল কলিনড্রেসের পারফরম্যান্সের ওপর। বিশ্বকাপ তারকা যখন বল পায়ে ছুটে বেড়ান, তখনই সম্ভাবনা তৈরি হয় ধারালো আক্রমণ কিংবা গোলের। মৌসুমের প্রথম শিরোপা ফেডারেশন কাপ দলগত সাফল্যে জিতেছে। কিন্তু বসুন্ধরার জয়ের নায়ক ছিলেন কলিনড্রেস। কোস্টারিকান বিশ্বকাপ ফুটবলারের নৈপুণ্যে ফাইনালে হারিয়েছিল পুরনো ঢাকার দল রহমতগঞ্জকে। গতকাল পেশাদার লিগে ফেডারেশন কাপের ফাইনালের প্রতিপক্ষের বিপক্ষে খেলেছে পরাশক্তি বসুন্ধরা কিংস। জিতেছে একই ব্যবধানে ২-১ গোলে। জিতে ৩ পয়েন্ট পেলেও শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। ফেডারেশন কাপের মতো গতকালও কিংসের জয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ নায়ক ছিলেন কলিনড্রেস। গোল করেছেন একটি। কিন্তু গোটা মাঠ চষে বেড়িয়েছেন দলনায়ক হয়ে। কিংসের আরেক গোলের নায়ক কিরগিজস্তান জাতীয় দলের সেন্ট্রাল মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভ। এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ চলতি মৌসুমের প্রথম শিরোপ ফেডারেশন কাপ জয়ী বসুন্ধরা কিংস। চার ম্যাচে তৃতীয় হারের তিক্ত স্বাদ নিয়ে ১ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ অবস্থান করছে তলানিতে। আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচটিতে প্রথম থেকে শেষ মিনিট পর্যন্ত লড়াই হয়েছে সমানে সমান। রহমতগঞ্জের আক্রমণভাগের মামাদো বো, তরায়েভ আকোবিররা বারবার বিপর্যস্ত করেছে কিংসের রক্ষণভাগের ইয়াসিন, তপু, বিশ্বনাথ, দেলমন্তের। বারবার আক্রমণ ঠেকাতে হয়েছে পরীক্ষিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে। ম্যাচে জয় পেলেও ঘাম ঝরাতে হয়েছে কিংসকে। ম্যাচে ৪ মিনিটে এগিয়ে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু প্রথম আক্রমণ করে ফেডারেশন কাপ রানার্স আপরা। প্রথম মিনিটেই পুরনো ঢাকার দলটির উবেকিস্তানের স্ট্রাইকার আকোবিরের হেড ফেরান গোলরক্ষক জিকো। চতুর্থ মিনিটে কিংসকে উচ্ছ্বাসে মাতান কলিনড্রেস। মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিমের কাটব্যাকে কোস্টারিকান বিশ্বকাপ স্ট্রাইকার কলিনড্রেস প্লেসিং শটে ব্যবধান ১-০ করেন। গোল খেলে অস্কার ব্রুজোনের শিষ্যদের চেপে ধরেন জিলানীর শিষ্যরা। ২৮ মিনিটে সমতা আনে গোছানো আক্রমণে। মধ্যমাঠ থেকে বল ধরে ডি-বক্সে ঢুকে মাহমুদুল হাসান কিরন শট নেন। ঠেকিয়ে দেন কিংসের গোলরক্ষক জিকো। কিন্তু দল বিপদমুক্ত হয়নি তাতে। ফিরতি বলে মাথা ঠান্ডা রেখে ১-১ গোলে সমতা আনেন আকোবিরে। সমতা আসার পর আক্রমণের ধারা বাড়িয়ে দেয় ব্রুজোনের শিষ্যরা। ৪৫ মিনিটে ব্যবধান ২-১ করে নেয় ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। বিপলুর বাড়ানো পাস ধরে কিরগিজ মিডফিল্ডার বখতিয়ার দুইশবেকভ দুরূহ কোণ থেকে বুলেট গতির শটে গোল করেন। গোলের পরই বিরতির বাঁশি বাজে। দ্বিতীয়ার্ধে দুই দলই সমানতালে ফুটবল খেলতে থাকে। কিন্তু গোল হয়নি দুই দলের গোলরক্ষকের দৃঢ়তায়। ৬৮ মিনিটে দুইশবেকভের ২৫ গজ দূর থেকে ফ্রি কিক নিলেও রহমতগঞ্জের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকে পরাস্ত করতে পারেনি। ৬৬ মিনিটে অবিশ্বাস্য একটি বাইসাইকেল নিয়েছিলেন কলিনড্রেস। শেষ দিকে ৮২ মিনিটে বেঁচে যায় বসুন্ধরা কিংস। ছোট বক্স থেকে সাজিদুর রহমানের শট কোনোভাবে রক্ষা করেন জিকো। ফিরতি বলে হেড নেন আকোবিরে। গোল লাইন থেকে সেটা রক্ষা করেন দুইশবেকভ। হাফ ছেড়ে বাঁচে কিংস। হতাশায় নুইয়ে পড়ে রহমতগঞ্জ। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর