বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

আবারও হারল লিভারপুল

ক্রীড়া ডেস্ক

আবারও হারল লিভারপুল

চেলসির জয় উৎসব দেখছেন ব্যথিত মোহাম্মদ সালাহ -এএফপি

দুই সপ্তাহের ব্যবধানে তিনটা ম্যাচ হেরে গেল লিভারপুল। অথচ এই দলটা গত দেড় বছর ধরে দুর্দান্ত ফুটবল খেলছে। ইংলিশ লিগে টানা ৪৪ ম্যাচ অপরাজিত ছিল। গত মৌসুমে জয় করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। সম্ভবত জয়ের পথে ছুটতে ছুটতে ক্লান্ত লিভারপুলের এখন সেই সময়টাই চলছে! গত মঙ্গলবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে চেলসির কাছে ২-০ গোলে হেরেছে লিভারপুল। এর আগে তারা ওয়াটফোর্ড (৩-০) এবং অ্যাটলেটিকো মাদ্রিদের (১-০) কাছে পরাজিত হয়েছে। গত মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে গোল করেছেন চেলসির উইলিয়ান ও রস বার্কলি। এ জয়ে শেষ আটে পৌঁছে গেল চেলসি। এছাড়াও এফএ কাপে গত মঙ্গলবার শেষ আট নিশ্চিত করেছে শেফিল্ড ইউনাইটেড এবং নিউক্যাসল। পঞ্চম রাউন্ডে শেফিল্ড ইউনাইটেড ২-১ গোলে হারিয়েছে রিডিংকে। অন্যদিকে নিউক্যাসল ৩-২ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রমউইচকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছিল লিভারপুল। হঠাৎ করেই ছন্দপতন হলো তাদের। অবশ্য লিগ শিরোপা নিয়ে কোন ভয় নেই জার্গেন ক্লপের শিষ্যদের। কিন্তু মৌসুমের অন্য টুর্নামেন্টগুলো থেকে একে একে ছিটকে পড়ছে অলরেডরা। আগেই লিগ কাপ থেকে বিদায় নিয়েছিল। এবার এফএ কাপ থেকেও বিদায় নিল তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল থেকেও বিদায়ের পথেই হাঁটছে ক্লপের দল। লিগ জয়ের জন্য সবকিছুই বিসর্জন দিতে যাচ্ছে তারা!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর