বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০ ০০:০০ টা

আবাহনীর প্রতিশোধ

আবাহনী ৪ - ০ মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীর প্রতিশোধ

ভাগ্য বদলাতে পুরনো সাদা-কালো জার্সিতে ফিরে যায় মোহামেডান। পঞ্চাশ, ষাট, সত্তর, আশির দশকে হাতে সাদা, বুকে কালো রংয়ের জার্সি পরে ফুটবল খেলত ঐতিহ্যবাহী দলটি। এই জার্সিতে মতিঝিল পাড়ার ক্লাবটির হাজারও গল্প, শত সাফল্য। অথচ আজ সবই স্মৃতি। সেই স্মৃতি ফেরাতেই মরিয়া হয়ে উঠেছে ক্লাবটি। চলতি মৌসুমে ভাগ্য ফেরাতে পুরনো জার্সিতে ফিরলেও ভাগ্য ফিরছে না। বরং তালগোল হারিয়ে ফেলছে। চির প্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে গতকাল ফ্লাড লাইটের উজ্জ্বল আলোয় মলিন মনে হয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটিকে। বাংলাদেশের সফল ক্লাব আবাহনী গতিশীল ফুটবল খেলে চির প্রতিদ্বন্দ্বীদের লজ্জার তিক্ত স্বাদ দিয়েছে। রেকর্ড ৪-০ গোলে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে আবাহনী। একই সঙ্গে গত মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মোহামেডানের কাছে ০-৪ গোলে হারের প্রতিশোধ নিয়েছে আকাশী-হলুদ শিবির। অবশ্য মোহামেডান ১৯৭৫ সালে ৪-০ গোলে হারিয়েছিল আবাহনীকে। আবাহনী ১৯৮৪ সালে জিতেছিল ৪-২ গোলে। এই জয়ে আবাহনীর পয়েন্ট ৪ ম্যাচে ১০। বসুন্ধরা কিংসের পয়েন্টও ১০। মোহামেডানের পয়েন্ট ৬। দুই জনপ্রিয় দলের ফুটবল দ্বৈরথ নিয়ে দর্শকের আগ্রহ নেই। আগের সেই আবেদনও নেই। তারপরও কালকের ম্যাচটি নিয়ে দর্শকরা আগ্রহী হয়েছিল। যদিও মাঠে উপস্থিত হয়েছিল হাজার খানেক। গতকাল ৪ গোলের ৩টিই হয় প্রথমার্ধে। ১৬ মিনিটে প্রথম গোল করেন কারভেন্স বেলফোর্ট। মামুনুলের কর্নারে ঠা-া মাথায় হেডে ১-০ করেন হাইতির স্ট্রাইকার বেলফোর্ট। ৩৩ মিনিটে ২-০ করেন কিরগিজস্তানের বার্নার্ড বার্নহার্ট। বাঁ প্রান্ত থেকে বেলফোর্টের ক্রস বুক দিয়ে নামিয়ে ভলিতে ২-০ করেন বার্নহার্ট।  ৪৩ মিনিটে  ৩-০ করেন বেলফোর্ট। প্রথমার্ধ শেষ হয় ৩-০ গোলে। ৬৩ মিনিটে ৪-০ গোলে জয় নিশ্চিত করেন আবাহনীর অধিনায়ক নাবিব নেওয়াজ জীবন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর