শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

মাশরাফি কিংবদন্তি ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

মাশরাফি কিংবদন্তি ক্রিকেটার

আকরাম খান

অধিনায়কত্বকে বিদায় বলেছেন। বিদায় বলার আগে দিনও ঘনিষ্ঠজনেরা জানতে পারেননি। মাশরাফি বিন মর্তুজা-দ্য ক্যাপ্টেন্স অব বাংলাদেশ। গতকাল সিলেটে আনুষ্ঠানিকভাবে ওয়ানডে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগেই গুঞ্জন ছিল, টাইগার ওয়ানডে অধিনায়কের এটাই শেষ সিরিজ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও তেমন ইঙ্গিত দিয়েছিলেন। জানিয়েছিলেন আগামী বোর্ড সভায় নতুন অধিনায়ক নির্বাচন করবেন। মাশরাফির অবসরের ঘোষণার পর সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানও একই কথা বলেন। জানান, আগামী বোর্ড সভায় মাশরাফি পরবর্তী অধিনায়ক নির্বাচন করবেন পরিচালকরা। পরবর্তী অধিনায়ক হিসেবে নাম রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের। মাশরাফিও চাইছেন, সিনিয়র কোনো ক্রিকেটার মনোনীত করা হউক।

২০১৭ সালে টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন হঠাৎ। এবারও ওয়ানডে নেতৃত্ব ছেড়েছেন হঠাৎ সিরিজের মাঝপথে। বিদায় ঘোষণায় আবেগ কাজ করেছে মাশরাফির। টাইগার অধিনায়কের বিদায়ী ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম, ‘এক সময় সবাইকে চলে যেতে হবে। আমি প্রশংসা করছি মাশরাফির সিদ্ধান্তকে। নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার ও অধিনায়ক সে। তার হাত ধরে বাংলাদেশের ক্রিকেট আজ এ অবস্থানে এসেছে। কোনো সন্দেহ নেই মাশরাফি কিংবদন্তি ক্রিকেটার।’ 

মাশরাফি ২০০১ সাল থেকে বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট খেলছেন। দেশকে প্রথম নেতৃত্ব দেন ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ইনজুরিতে পড়লে সিরিজ শেষ করতে পারেননি। দ্বিতীয়বার নেতৃত্ব ফিরে পান ২০১০ সালে। সেবারও খুব বেশি সময় দায়িত্ব পালন করতে পারেননি ইনজুরির জন্য। সর্বশেষ নেতৃত্ব পান ২০১৪ সালের ডিসেম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে নেতৃত্ব দিয়ে শুরু করেন নতুন অধিনায়কত্ব। তার অধিনায়কত্বে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের গ্রাফ দিন দিন উপরেই উঠেছে। তার নেতৃত্বে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে। তৃতীয় ধাপে দায়িত্ব নেওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে হারেনি বাংলাদেশ। আজকের ম্যাচের আগে পর্যন্ত মাশরাফির নেতৃত্বে ৮৭ ম্যাচে জয় পেয়েছে ৪৭টি।

বিশ্বকাপ ক্রিকেটের পর বিশ্রামে যান মাশরাফি। তখন দলকে নেতৃত্ব দেন তামিম। তিনি ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজে। এটাই অধিনায়ক মাশরাফির ক্যারিয়ারের শেষ ওয়ানডে সিরিজ। ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ জিতলে হোয়াইটওয়াশ হবে আফ্রিকান দেশটি। এপ্রিলে ওয়ানডে ও টেস্ট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। সেখানে নতুন অধিনায়ক হিসেবে কে যাবেন? মাহমুদুল্লাহ, না তামিম? বিসিবি পরিচালক আকরাম বলেন, ‘আগামী বোর্ড সভায় চূড়ান্ত হবে নতুন অধিনায়ক। মাহমুদুল্লাহতো দায়িত্ব পালন করছেন। তামিমও রয়েছেন। এদের মধ্যে থেকেই অধিনায়ক নির্বাচিত হবেন।’ বিসিবির কাছে মাশরাফির অনুরোধ, ২০২৩ সাল পর্যন্ত যেন অধিনায়ক বানানো হয়। সাবেক অধিনায়ক আকরামও একই কথা বলেছেন, ‘বিসিবি আগামী বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক মনোনীত করবে।’

অধিনায়ক মাশরাফির বিদায় ঘোষণায় বাংলাদেশের ক্রিকেট হারাচ্ছে অসাধারণ একজন নেতাকে। যিনি নিজে খেলেন। সতীর্থকে খেলান এবং সবাইকে নিয়ে জয়োৎসবে ভাসান গোটা দেশকে। 

সর্বশেষ খবর