শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টি ভাগ্যে টি-২০ মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠেছে মানপ্রীত কাউড়ের ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে যায়। একটি বলও হয়নি। ফলে নিয়ম অনুযায়ী গ্রæপ পর্র্বে সর্বাধিক জয়ের সুবিধায় প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আগামীকালের ফাইনালে দলটির প্রতিপক্ষ আসরের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ষষ্ঠবারের মতো ফাইনাল খেলতে স্বাগতিক অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনালে ডিএল মেথডে ৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ২০০৯ সালে টি-২০ মহিলা বিশ্বকাপ শুরু। প্রথমটি ছাড়া বাকি সবগুলোর ফাইনালে খেলেছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন হয়েছে ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৮ সালে। শুধু ২০১৬ চ্যাম্পিয়ন হতে পারেনি অসি মহিলা দল। ভারত এই প্রথম ফাইনালে উঠেছে। সেটা আবার বৃষ্টিভাগ্যে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর