শুক্রবার, ৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

সিরিজ দক্ষিণ আফ্রিকার

ক্রীড়া ডেস্ক

প্রথমে লঙ্গি এনগিডি। শেষে ইয়েনেমান মালান। শুরুতে ক্যারিয়ার বোলিং করেন ফাস্ট বোলার এনগিডি। জয় পেতে অসাধারণ এক সেঞ্চুরির ইনিংস খেলেন মালান। দুই ক্রিকেটারের চৌকশ পারফরম্যান্সে সফরকারী অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। আগামীকাল পচেফস্ট্রোমে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এনগিডি দুর্দান্ত বোলিং করে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬ উইকেট। মালান অপরাজিত ছিলেন ১২৯ রানে। দলকে ম্যাচ জেতানোয় অসাধারণ ভূমিকা রেখে যৌথভাবে ম্যাচসেরা হয়েছেন দুজনে। বøুমফন্টেইনে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৭১ রান করে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৬৯ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শর্টও ৬৯ রান করেন। এনগিডি ১০ ওভারের স্পেলে ৬ উইকেট নেন ৫৮ রানের খরচে।

২৭৩ রানের টার্গেটে স্বাগতিকরা শুরুতেই হারায় দলনায়ক কুইন্টন ডি কককে। কিন্তু মালান ও মিলার অবিচ্ছিন্ন থেকে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন। মালানা ১২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৩৯ বলে।          

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ২৭১/১০, ৫০ ওভার  (ওয়ার্নার ৩৫, ফিঞ্চ ৬৯, শর্ট ৬৯, মার্শ ৩৬, কেয়ারি ২১। নরকিয়া ২/৫৯, এনগিডি ৬/৫৮, ফেলুকওয়ায়ো ১/৪৪, শামসি ১/৫৪)।

দক্ষিণ আফ্রিকা : ২৭৪/৪, ৪৮.৩ ওভার (মালান ১২৯*, স্মাটস ৪১, ক্লাসেন ৫১, মিলার ৩৭*)। ,

ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরা : লুঙ্গি এনগিডি ও ইয়ানেমান মালান

সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর