শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

যেখানে মাশরাফি প্রথম

ক্রীড়া প্রতিবেদক

যেখানে মাশরাফি প্রথম

মাশরাফি বিন মর্তুজা ভাগ্যবান ক্রিকেটার। ক্রিকেট মাঠের একজন বীর যোদ্ধা। হাঁটুতে সাত সাতটি অস্ত্রোপচারের পরও দাপটের সঙ্গে ক্রিকেট খেলছেন। ওয়ানডে ক্রিকেটে অসাধারণ নেতৃত্বগুণে বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার অধিনায়কত্বে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ট্রফি জিতে বাংলাদেশ। তার নেতৃত্বে এশিয়া কাপের ফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছে টাইগাররা। গতকাল অধিনায়ক মাশরাফি শেষ ওয়ানডে খেলেন সিলেটে। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ২২০ নম্বর ম্যাচ হলেও অধিনায়ক হিসেবে ছিল ৮৮ নম্বর। অধিনায়ক মাশরাফি ক্রিকেটকে বিদায় জানান জয় দিয়ে। দেশের সবচেয়ে লড়াকু ক্রিকেটারটি অধিনায়কত্বের ক্যারিয়ার শেষ করেন ৫০ নম্বর ওয়ানডে জয়ে। সব মিলিয়ে তার অধিনায়কত্বের ক্যারিয়ারে ১১৭ ম্যাচে জয় পেয়েছেন ৬১টি। দুর্দান্ত ক্রিকেট যোদ্ধা মাশরাফি শুধু সফল অধিনায়কই নন, প্রথম অধিনায়ক হিসেবে মাঠ থেকে বিদায় নিয়েছেন। এর আগে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা। সাকিব, মুশফিক ও তামিম ছাড়া কেউই অধিনায়কত্বের ক্যারিয়ার মাঠ থেকে শেষ করতে পারেননি। সাকিব, মুশফিক, তামিম এখনো খেলছেন।

বাংলাদেশের প্রথম অধিনায়ক লিপু ক্যারিয়ারে ৭ ম্যাচ খেললেও অধিনায়কত্ব শেষ করতে পারেননি মাঠ থেকে। একই অবস্থা মিনহাজুল আবেদীন নান্নুরও। বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম জয় উপহার দেওয়া নান্নু ক্যারিয়ারে ২৭ ম্যাচ খেললেও নেতৃত্ব দিয়েছেন মাত্র ২ ম্যাচে। আকরাম ৪৫ ম্যাচ খেললেও অধিনায়ক ছিলেন ১৫ ম্যাচে। বুলবুল খেলেছেন ৩৯ ওয়ানডে। নেতৃত্ব দিয়েছেন ১৬ ম্যাচে। নাইমুর দুর্জয় ২৯ ওয়ানডে খেললেও অধিনায়ক ছিলেন মাত্র ৪ ম্যাচে। পাইলট ১২৬ ওয়ানডে খেললেও অধিনায়ক ছিলেন ৩০ ম্যাচে। সুজন ৭৭ ম্যাচের নেতৃত্ব দিয়েছেন ১৫টিতে। অধিনায়ক হিসেবে মাশরাফির আগে তিনি প্রথম মাঠ থেকে বিদায় নেন। আরেক সফল অধিনায়ক বাশার ১১১ ম্যাচ খেলে নেতৃত্ব দেন ৬৯ ম্যাচে। আশরাফুল খেলেন ১৭৭ ম্যাচ। নেতৃত্ব দেন ৩৮টিতে। রাজিন মাত্র দুই ম্যাচের অধিনায়ক ছিলেন। খেলেছেন ৪৩ ওয়ানডে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর