শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

টি-২০ মহিলা বিশ্বকাপ ফাইনাল

২০১৫ সালের পর ২০২০ সাল। পাঁচ বছরের ব্যবধানে ফের প্রাণের সঞ্চারণ হয়েছে মেলবোর্নে। পাঁচ বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপের ফাইনাল ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছিল মেলবোর্ন। পাঁচ বছর পর ভারত-অস্ট্রেলিয়া টি-২০ মহিলা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ফের উৎসব, উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছে ইয়ারা নদীর পাড়ের মেলবোর্ন। আজ ফাইনাল দেখতে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হবে ৯০ হাজার দর্শক! মহিলা ক্রিকেট ইতিহাসে এত দর্শক সমাগম আর কখনোই হয়নি। উৎসবের নগরীতে মানপ্রীত কাউড়ের ভারত নামবে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হতে। বিপরীতে মেগ ল্যানিংয়ের অস্ট্রেলিয়া নামবে পঞ্চম শিরোপা জয়ের টার্গেটে। সেমিফাইনালে বৃষ্টির নাটকীয়তা থাকলেও আবহাওয়া অফিস বলছে, আজ রৌদ্রকরোজ্জ্বল থাকবে মেলবোর্নের আকাশ। ফাইনালের দুই প্রতিপক্ষ ভারত ও অস্ট্রেলিয়া লিগে একবার পরস্পরের মুখোমুখি হয়েছিল। মানপ্রীত বাহিনী জিতেছিল ১৭ রানে। সিডনির ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ভারতের সংগ্রহ ছিল ২০ ওভারে ৪ উইকেটে ১৩২ রান। সর্বোচ্চ ৪৯ রান করেছিলেন দিপ্তী শর্মা। জবাবে পুনম যাদব ও শিখা পাে র ঘূর্ণিতে অস্ট্রেলিয়া অলআউট হয়েছিল ১৯.৫ ওভারে ১১৫ রানে। লিগ পর্বে ভারতের কাছে সালমারা হেরেছিল ১৬ রানে এবং অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে। 

সর্বশেষ খবর