শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরা ব্যাংকার্স লিগ

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা ব্যাংকার্স লিগে গতকাল জয় পেয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসটিবি) ও সিটি ব্যাংক। সিটি ক্লাব মাঠে ইবিএল ২৭ রানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ৬৪ রানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংককে, ইউল্যাব মাঠে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১৬ রানে আরব-বাংলাদেশ ব্যাংককে এবং সিটি ব্যাংক ডিএল মেথডে ৪ উইকেটে হারিয়েছে ব্যাংক এশিয়াকে। সিটি ক্লাব মাঠে দিনের প্রথম ম্যাচে ইবিএল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে। সর্বোচ্চ ২১ রান করেন মাহমুদুল। জবাবে ১৯.২ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ইউসিবি। সর্বোচ্চ ৪১ রান করেন আহসানুল। একই মাঠে আরেক খেলায় আমানের ৫০ রানে ভর করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২০ ওভারে ১৮৪ রান করে। জবাবে ৬৪ রান আগে থেমে যায় এফএসআইবিএল। ব্যাংকার্স লিগে ইউল্যাব মাঠে দিনের প্রথম ম্যাচে এমটিবি প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৭০ রান করে। সর্বোচ্চ ৯৬ রান করেন রাসেল। ১৭১ রানের টার্গেট ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে এবি ব্যাংক। সিটি ব্যাংকের বিপক্ষে সেঞ্চুরি করেন ব্যাংক এশিয়ার সদরুল। খেলেন ১১২ রানের হার না মানা ইনিংস। বৃষ্টিতে সিটি ব্যাংকের টার্গেট দাঁড়ায় ১৭ ওভারে ১৫৮ রান। তানভীরের ৪৮ বলে ৮১ রানে ভর করে ১ বল হাতে রেখে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় সিটি ব্যাংক।

সর্বশেষ খবর