শনিবার, ৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

মোহামেডানের মাঠে কিংসই প্রথম

ক্রীড়া প্রতিবেদক

দিনকয়েক পরই বসুন্ধরা কিংস খেলবে এএফসি কাপে। ঢাকার মাঠে প্রতিপক্ষ মালদ্বীপের দল টিসি স্পোর্টস। কিন্তু তার আগে বেশ কঠিন লড়াই শেষ করতে হচ্ছে অস্কার ব্রুজোনের শিষ্যদের। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু মাঠটা উপযুক্ত কিনা তা নিয়ে বেশ সংশয়ে আছে দলটা। দিনকয়েক আগে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুও মাঠের প্রস্তুতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তার কথার ভিত্তিতেই কিংস সভাপতি ইমরুল হাসান ম্যাচটা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। এই ম্যাচে কোনো ফুটবলার ইনজুরিতে  পড়লে, এএফসি কাপে নিজেদের সেরা খেলাটা খেলতে পারবে না বসুন্ধরা কিংস। কিন্তু ম্যাচ হচ্ছে সময়মতোই। লিগে ৪ ম্যাচে সমান ১০ পয়েন্ট করে সংগ্রহ করেছে তিনটি দল। আবাহনী লিমিটেড, সাইফ স্পোর্টিং এবং বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও কিংস শীর্ষস্থান দখলে নেওয়ার লড়াইয়ে আছে। এ কারণে লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে পূর্ণ শক্তি দিয়েই লড়বে দলটা। মোহামেডান ৪ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে ৬ নম্বরে।

সর্বশেষ খবর