রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা
সভাপতি নির্বাচন

সালাউদ্দিনের ক্যারিশমা বাদলের আত্মবিশ্বাস

এবারই প্রথম আবাহনী-মোহামেডানে অধিনায়কের দায়িত্ব পালন করা দুই তারকা নির্বাচনে মুখোমুখি হচ্ছেন। তারিখ ছাড়া নির্বাচনে এখনো কোনো কিছু ঘোষণা হয়নি

ক্রীড়া প্রতিবেদক

২০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। পদ যতই থাকুক না কেন, মূল আগ্রহ সভাপতি প্রার্থী নিয়ে। কাজী সালাউদ্দিন টানা তৃতীয় মেয়াদ শেষ করে আবারও সভাপতি পদে নির্বাচন করছেন। তরফদার রুহুল আমিন ঢাকঢোল পিটিয়ে প্রচারে নামলেও সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। মনে হচ্ছিল সালাউদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবেন। কিন্তু তা আর হচ্ছে না। বর্তমান কমিটির সহ-সভাপতি বাদল রায় ঘোষণা দিয়েছেন যদি কেউ না দাঁড়ান তাহলে তিনিই সভাপতি পদে প্রার্থী হবেন। কিছুদিন আগে শেখ মো. আসলাম আবার ঘোষণা দেন বাদল রায় কোনো কারণে প্রার্থী না হলে তিনি সালাউদ্দিনের বিরুদ্ধে নির্বাচন করতে আগ্রহী। নির্বাচন ঘিরে প্রকাশ্যে প্রচারণা না দেখা গেলেও ভিতরে ভিতরে সালাউদ্দিন ও বাদল রায় ভোট চাওয়া শুরু করেছেন। সালাউদ্দিন ছাড়াও এর আগে দেশের আরেক কৃর্তী

ফুটবলার হাফিজ উদ্দিন আহমদ বাফুফের সভাপতি দায়িত্ব পালন করেন। তবে এবারই প্রথম আবাহনী-মোহামেডানে অধিনায়কের দায়িত্ব পালন করা দুই তারকা নির্বাচনে মুখোমুখি হচ্ছেন। তারিখ ছাড়া নির্বাচনে এখনো কোনো কিছু ঘোষণা হয়নি। তবে দুই তারকার হাড্ডাহাড্ডির লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে। যতই সমালোচনা হোক না কেন বিশেষ কারিশমা দেখিয়ে বারবার নির্বাচনে জয়ী হচ্ছেন সালাউদ্দিন। অন্যদিকে বাদল রায়ও আত্মবিশ্বাসী। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

সর্বশেষ খবর