রবিবার, ৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

তিন ম্যাচ জিতলেই শিরোপা লিভারপুলের

ক্রীড়া ডেস্ক

তিন ম্যাচ জিতলেই শিরোপা লিভারপুলের

অবশেষে ইংলিশ লিগে শিরোপা খরা ঘুচতে যাচ্ছে লিভারপুলের। দীর্ঘ তিন দশক পর এনফিল্ডে শিরোপার ঘ্রাণ পাচ্ছে অলরেডরা। গতকাল তারা ২-১ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। দলের পক্ষে গোল দুটি করেছেন মোহাম্মদ সালাহ এবং স্যাডিও মানে। তবে ম্যাচের শুরুর দিকে উইলসনের গোলে লিভারপুলের বিপক্ষে এগিয়ে গিয়েছিল বোর্নমাউথ। এ জয়ে ২৯ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থানে আছে লিভারপুল। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।

জার্গেন ক্লপের শিষ্যরা আর মাত্র তিনটা ম্যাচ জিতলেই শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠতে পারে। অবশ্য এর মধ্যে ম্যানসিটি কোনো ম্যাচ হারলে জয়ের সংখ্যাটা আরও কমে যাবে। সেক্ষেত্রে আরও দ্রুত এনফিল্ডে লিভারপুল সমর্থকরা কাক্সিক্ষত উৎসব শুরু করতে পারবে। লিভারপুল সর্বশেষ ১৯৮৯-৯০ মৌসুমে ইংলিশ লিগ জয় করেছিল। এরপর থেকে বেশ কয়েকবারই তারা শিরোপা লড়াইয়ে দাপট দেখিয়েছে। কিন্তু কখনো ম্যানইউ, কখনো ম্যানসিটি আবার কখনো চেলসি কিংবা আর্সেনাল তাদের স্বপ্ন ভেঙেছে। দীর্ঘ তিন দশক পর সব বাধা অতিক্রম করে শিরোপার দিকে দুর্বার গতিতে ছুটছে অলরেডরা।

সর্বশেষ খবর