সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা
ভারতের মেয়েদের স্বপ্নভঙ্গ

আবারও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

আবারও চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

নারী দিবসে ইতিহাস গড়া হলো না ভারতের। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে পারলেন না মানপ্রীত কাউড়, শেফালী ভার্মারা। ভারতীয়দের হতাশ করে পঞ্চম শিরোপা জিতে রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। গতকাল ৮৬ হাজার দর্শকের উপস্থিতিতে মেলবোর্নের ফাইনালে ভারতকে ৮৫ রানে হারায় স্বাগতিক অস্ট্রেলিয়া। আগের ছয় আসরে চারবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

স্বাগতিক দুই ব্যাটসম্যান হিলি ও মুনির বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের প্রথম ইনিংসেই স্বপ্নভঙ্গ হয় ভারতের শিরোপা। দুই ওপেনার ১১.৪ ওভারে ১১৫ রান তোলেন স্কোরবোর্ডে। তাদের জোড়া হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। ম্যাচসেরা হিলি ৩৯ বলে করেন ৭৫ রান। মুনি ৭৮ রান করেন মাত্র ৫৪ বলে। ১৮৫ রানের টার্গেটে খেলতে নেমে ভারতের ইনিংস গুটিয়ে যায় ৯৯ রানে।

অস্ট্রেলিয়া : ১৮৪/৪ (২০ ওভার)

(হিলি ৭৫, মুনি ৭৮*; দিপ্তি ২/৩৮, রাধা ১/৩২)।

ভারত : ৯৯/১০ (১৯.১ ওভার) ( দিপ্তি ৩৩, ভেদা ১৯; স্কাট ৪/১৮, জোনাসেন ৩/২০।

 

ফল : অস্ট্রেলিয়া ৮৫ রানে জয়ী

ম্যান অব দ্য ফাইনাল : অ্যালিসা হিলি

টুর্নামেন্ট সেরা : বেথ মুনি।

সর্বশেষ খবর