সোমবার, ৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

জয়ের আশায় জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক

গত সেপ্টেম্বরে তিন জাতির টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-২০ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রথম দুটি জিতলেও হেরেছিল শেষটি। সব মিলিয়ে দুই দলের ১১ মুখোমুখির ৪ জয় আফ্রিকান প্রতিনিধিদের। টাইগারদের জয় ৭ ম্যাচে। আজ মাহমুদুল্লাহবাহিনী নামবে অষ্টম জয়ের টার্গেটে। শন উইলিয়ামসের জিম্বাবুয়ে নামবে পঞ্চম জয়ের সন্ধানে। টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতায় টি-২০ সিরিজে ফেবারিট স্বাগতিক বাংলাদেশ। তারপরও জয়ের স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ান অধিনায়ক উইলিয়ামস। আশায় আছেন দুটি ভালো বলের। সঙ্গে এক-দুটি দুর্দান্ত ক্যাচেরও। আফ্রিকান দেশটির অধিনায়ক বিশ্বাস করেন, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে দুটি ভালো বল। এক-দুটি দারুণ ক্যাচও পাল্টে দিতে পারে ম্যাচের চিত্র। আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে দুই দল খেলবে সিরিজের প্রথম ম্যাচ। জয়ের স্বপ্ন দেখছেন জিম্বাবুয়ান অধিনায়ক।

টেস্টে ইনিংস হারের পর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে। হারলেও টি-২০ ক্রিকেটে স্বপ্ন দেখছে সফরকারীরা। কারণ, গত কয়েক বছরে বাংলাদেশের বিপক্ষে দলটির সাফল্য বেশি ভালো। তাই স্বপ্ন দেখছেন উইলিয়ামস। তার উপর দুই দলের সর্বশেষ মুখোমুখিতে জিম্বাবুয়ে দলটিই জিতেছে। জিম্বাবুয়ান অধিনায়ক আশা করছেন জয়ের, ‘টি-২০তে যে কোনো দলেরই সুযোগ থাকে। এক ওভার, কিংবা এ-দুটি ভালো খেলায় মোড় ঘুরিয়ে দিতে পারে। টি-২০ খেলার জন্য আমরা রোমাঞ্চিত। আমাদের দলটি তরুণ। আশা করি ছেলেরা ম্যাচ দুটি উপভোগ করবে। সন্ধ্যায় খেলা বলে উইকেটের আচরণ ভিন্ন ভিন্ন হতে পারে।’ নিজেদের জেতার বিষয়ে উইলিয়ামস বলেন, ‘শতভাগ উজার করে খেলতে পারলে অবশ্যই আমরা জিতব। তামিমকে দ্রুত ফেরাতে পারলে, যে কোনো কিছুই হতে পারে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর