মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা
প্রতিপক্ষ টিসি স্পোর্টস

শুরুতে জয় চায় কিংস

রাশেদুর রহমান

শুরুতে জয় চায় কিংস

কিংসের জার্সিতে অভিষেকের অপেক্ষায় আর্জেন্টাইন তারকা ফুটবলার বারকোস

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলে খেলেছেন হারনান বারকোস। খেলেছেন ল্যাটিন আমেরিকা, ইউরোপ এবং এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ লেভেলে। অসংখ্য অর্জন আছে তার ক্যারিয়ারে। সেই বারকোস এবার বসুন্ধরা কিংসের জার্সি জড়িয়েছেন। লিগে দ্বিতীয় পর্ব থেকে খেলবেন। তবে এএফসি কাপে শুরু থেকেই খেলার সুযোগ পাবেন বারকোস। আর এটাকেই ইতিবাচকভাবে দেখছে কিংস।

গত ম্যাচে লিগে মোহামেডানের কাছে হেরেছে বসুন্ধরা কিংস। তবে মাঠের দুরবস্থার কথা বিবেচনা করে ম্যাচটা পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল কিংস। সে যাই হোক, কিংস লিগ ম্যাচে হারলেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামীকাল জয় দিয়েই শুরু করতে চায় এএফসি কাপ মিশন। বাংলাদেশের কোনো ক্লাবের এএফসি কাপে সেরা সাফল্য ইন্টার জোনাল সেমিফাইনাল খেলা। গত বছর এই সফলতা অর্জন করেছিল ঢাকা আবাহনী লিমিটেড। বসুন্ধরা কিংসও ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই এএফসি কাপের লড়াইয়ে নামছে। তবে প্রথম ম্যাচ নিয়ে বেশ সতর্ক দলটা। কোচ অস্কার ব্রুজোন প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস নিয়ে বেশ খোঁজ খবর নিয়েছেন। প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে বেশ জানা আছে তার। বিশেষ করে তিনি মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়্যান্টের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মালদ্বীপের ক্লাব ফুটবল সম্পর্কে আগে থেকেই জানা আছে ব্রুজোনের। তাছাড়া নিয়মিত টিসি স্পোর্টসের ম্যাচ ভিডিও দেখে দলটা সম্পর্কে আপ-টু-ডেট থাকছেন তিনি। এ কারণেই বেশ সতর্ক বসুন্ধরা কিংস। ক্লাব সভাপতি ইমরুল হাসান বললেন, ‘যে কোনো টুর্নামেন্টেই শুরুটা খুব জরুরি। আমরা এএফসি কাপে জয় দিয়েই শুরু করতে চাই। তবে সতর্ক থেকেই খেলতে নামব। বিশেষ করে গোলের সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারছি না। এ ব্যাপারে সতর্ক আছি। আশা করি, হারনান বারকোস এ সমস্যা দূর করতে পারবে। আর গোল পেলে জয় তো আসবেই।’ কোচ অস্কার ব্রুজোনও আশাবাদী, বারকোসকে নিয়ে। বসুন্ধরা কিংসের বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে ভুগছেন। ইমন বাবু, সুশান্ত ত্রিপুরা, মতিন মিয়া, জনির মতো ফুটবলাররা ইনজুরিতে আক্রান্ত। এসব নিয়ে সচেতন ক্লাব কর্তৃপক্ষ। তারপরও দলের বিদ্যমান শক্তির ওপর আস্থা আছে কর্তৃপক্ষের। ডিফেন্সে তপু বর্মন দারুণ খেলছেন। বখতিয়ার নিচের দিকটা সামলানোর পাশাপাশি মাঝ মাঠেও অবদান রাখছেন। ড্যানিয়েল কলিনড্রেসদের সাপ্লাই লাইন হিসেবে কাজ করছেন বখতিয়ার। এদের সঙ্গে বারকোস যুক্ত হলে দলের শক্তি বাড়বে নিশ্চয়ই! বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ টিসি স্পোর্টস এরই মধ্যে ঢাকায় এসেছে। গতকাল তাদেরকে অভ্যর্থনা জানিয়েছে কিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর