শিরোনাম
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

চুক্তিতে ফিরছেন সৌম্য!

ক্রীড়া প্রতিবেদক

বিয়ের যাবতীয় অনুষ্ঠান শেষ করে বিশ্রামও নিতে পারেননি। তার আগেই দেশের টানে যোগ দেন জাতীয় দলে। যদিও সিলেটে টেস্ট খেলা হয়নি। দেশের টানে ফিরলেও ২০২০ সালের ১৬ চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় নেই সৌম্য সরকার। চুক্তিতে তার নাম না থাকায় বিস্মিত ক্রিকেটপ্রেমীরা। বাঁ হাতি ড্যাসিং ক্রিকেটার সৌম্য গত বছর শুধুমাত্র টি-২০ ক্রিকেটে ভালো খেলেননি। খুবই ভালো পারফরম্যান্স ছিল টেস্ট ও ওয়ানডে ক্রিকেটেও। নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে সেঞ্চুরি করেছিলেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি হাফসেঞ্চুরি করেন। এমন পারফরম্যান্সের পরও বিসিবি তাকে সাদা ও লাল বলের চুক্তিতে রাখেনি। অবশ্য বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন সৌম্যকে চুক্তিতে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে, ‘পারফরম্যান্সের জন্য সৌম্যকে চুক্তিতে রাখা হয়নি। তবে তার বিষয়টি আমরা নতুন করে ভাবছি। চুক্তিতে রাখার বিষয়ে আলোচনা করব।’ বাদ পড়েছেন ইমরুল কায়েস, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। চুক্তিতে এসেছেন মিথুন, শান্ত, এবাদত, আফিফ ও মোহাম্মদ নাঈম শেখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর