মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

আয়ারল্যান্ড সফরের সূচি চূড়ান্ত

ক্রীড়া প্রতিবেদক

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল বাংলাদেশের বিপক্ষে টি-২০ ম্যাচগুলোর ভেন্যু হবে ইংল্যান্ডের। গতকাল চূড়ান্ত করল ভেন্যুগুলোর নাম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচগুলো হবে ওভাল, এজবাস্টন, চেমসফোর্ড ও বিস্টলে। মাঠগুলোর সংস্কার কাজ চলায় মাঠ সংকটে পড়েছে আয়ারল্যান্ড। দেশটিতে ভেন্যু তিনটি মালাহাইড, স্টরমন্ট ও ব্রেডি। ভেন্যুগুলো আন্তর্জাতিক মানের। টেস্ট খেলুড়ে দেশের স্ট্যাটাস পাওয়ার পর এই প্রথম ভীনদেশে কোনো সিরিজ আয়োজন করছে আয়ারল্যান্ড। দেশটিতে চারটি টি-২০ ছাড়াও তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজে ম্যাচ তিনটি ১৪, ১৬ ও ১৯ মে অনুষ্ঠিত হবে বেলফাস্টের স্টরমন্টে সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে। এখানে ২০১০ সালে দুটি ওয়ানডে এবং ২০১২ সালে তিনটি টি-২০ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। টি-২০ সিরিজের প্রথম ম্যাচ ২২ মে ওভালে। ২৪ মে চেমসফোর্ড, ২৭ মে ব্রিস্টল ও ২৯ মে এজবাস্টনে পরের ম্যাচগুলো।

সর্বশেষ খবর