মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০ ০০:০০ টা

বিশ্ব ও এশিয়া একাদশের ম্যাচ নিয়ে সংশয়

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে দিশাহারা গোটা পৃথিবী। মরণথাবা পড়েছে বাংলাদেশেও। এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত রোগীর সংখ্যা ৩। পৃথিবীতে আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। মরণঘাতী করোনাভাইরাসের থাবায় স্থগিত হচ্ছে বিশ্বব্যাপী খেলাধুলা। গতকাল এএফসি চিঠি দিয়ে জানিয়েছে, ২৬ মার্চ বাংলাদেশ-আফগানিস্তান ফুটবল ম্যাচ স্থগিতের কথা। করোনাভাইরাসের জন্য ‘মুজিববর্ষ’ উপলক্ষে পরিকল্পিত নানান অনুষ্ঠান কাটছাঁট করছে সরকার। এই ধাক্কায় স্থগিত হতে পারে ২১ ও ২২ মার্চ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের টি-২০ ম্যাচ দুটি বাতিল হতে পারে! যদিও বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ম্যাচ দুটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক জানিয়েছেন ম্যাচ দুটির সাথে এ আর রহমানের কনসার্টও।

বিসিবি সিইও স্পষ্ট করেননি ম্যাচ দুটির ভবিষ্যৎ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোর নির্দেশ দিয়েছেন। বিসিবি চাইছে দেশি ও বিদেশি তারকা ক্রিকেটারদের উপস্থিতিতে টি-২০ ম্যাচ দুটিতে যেন ব্যাপক ক্রিকেটপ্রেমী উপস্থিত থাকেন মিরপুর স্টেডিয়ামে। প্রধানমন্ত্রীর নির্দেশনা কি তাহলে কি এড়ানো সম্ভব? ম্যাচ পেছানো কিংবা বাতিল করবে কি না, এ প্রসঙ্গে বিসিবি সিইও বলেন,‘ম্যাচ দুটি নিয়ে আমরা এখনো আলোচনা করিনি। বাতিল কিংবা স্থগিত করার আগে আমাদের অনেকগুলো বিষয় ভাবতে হবে। ম্যাচ দুটির সঙ্গে জড়িয়ে আছেন বিভিন্ন দেশের বোর্ড জড়িত, ক্রিকেটার জড়িত। সুতরাং কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে অনেক কিছুই ভাবতে হবে। এছাড়া গোটা বছর সময় আছে। সুতরাং ম্যাচ দুটির ভবিষ্যৎ নিয়েও ভাবতে হবে।’ এতে করে একটি বিষয় অনেকটাই স্পষ্ট, ম্যাচ দুটি পিছিয়ে যেতে পারে। যদিও কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, করোনাভাইরাসের জন্য কোনো সমস্যা হবে না ম্যাচ দুটি আয়োজনে।  

সর্বশেষ খবর