বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সিরিজের পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাবে পাকিস্তান সফরে

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট শক্তির বিচারে জিম্বাবুয়ে থেকে এখন অনেকটাই এগিয়ে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতার পর ধারণাটা আরও শক্তপোক্ত হয়েছে। গতকাল  মিডিয়ার মুখোমুখিতে মেহেদী হাসান বলেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস আসন্ন পাকিস্তান সফরে কাজে লাগবে। আজ সন্ধ্যায় জিম্বাবুয়েকে উড়িয়ে দিতে চায় টাইগাররা, সেই প্রত্যয়ের কথা বলেন মেহেদী, ‘টেস্ট, ওয়ানডে সিরিজ ও প্রথম টি-২০ ম্যাচে পাত্তাই দেইনি তাদের। দাপুটে ক্রিকেট খেলে জিতেছি। শেষ ম্যাচেও একইভাবে খেলতে চাই।’

শুধু জিতেই সিরিজটা শেষ করতে রাজি নন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ। দাপুটে ক্রিকেট খেলতে চান। টিম মিটিংয়ে সতীর্থদের তেমন কথাই জানিয়েছেন মেহেদী, ‘টি-২০ সিরিজে ড্রেসিং রুমে আসার পর থেকেই শুনছি সিনিয়র ক্রিকেটাররা বলছেন, এখন থেকে যে সিরিজগুলো হবে, তাতে আধিপত্য বিস্তার করে খেলতে হবে। রিয়াদ ভাই ইতিবাচক কথা বলেছেন। সাহসী মানসিকতা নিয়ে লড়াকু ক্রিকেট খেললে আসন্ন সিরিজগুলোতে আশা করি ভালো হবে। শুধু তাই নয়, পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও একটি ওয়ানডে আছে, জিম্বাবুয়ের সিরিজের আত্মবিশ্বাসী সাহস জোগাবে দেশটির বিপক্ষে ভালো খেলার।’

সর্বশেষ খবর