শিরোনাম
বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সৌম্য ‘এ’ প্লাস ক্যাটাগরিতে

ক্রীড়া প্রতিবেদক

গত বছর ১১ দফা দাবিতে আন্দোলনে গিয়েছিলেন ক্রিকেটাররা। তাদের দাবির ৯ নম্বরটি ছিল চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ৩০ করতে হবে। বিসিবিও অমত করেনি তখন। কিন্তু রবিবার বিসিবি যখন চুক্তিভুক্ত ক্রিকেটারের সংখ্যা ঘোষণা করে, তখন দেখা গেল লাল ও সাদা বল মিলিয়ে ক্রিকেটারের সংখ্যা ১৬। গতকাল তাতে যোগ হয়েছে আরও একজন। ১৭ নম্বর ক্রিকেটারটি সৌম্য সরকার। যিনি শুরুতে বাদ পড়েছিলেন চুক্তিতে। তাহলে বিসিবি নিশ্চিত করেই ক্রিকেটারদের দাবি এড়িয়ে গেল। এ নিয়ে বিসিবির কোনো পরিচালক, সিইও কথা বলতে রাজি হননি। গতকাল চুক্তিভুক্ত ১৭ ক্রিকেটারের ক্যাটাগরি ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়া সৌম্যকে রাখা হয়েছে মাসিক ৪ লাখ টাকা বেতনের সাদা বলে ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। ‘এ’ প্লাস ক্যাটাগরির বেতন ৪ লাখ টাকা, ‘এ’ ক্যাটাগরি ৩ লাখ. ‘বি’ ২ লাখ, ‘সি’ দেড় লাখ এবং ‘ডি’ ১ লাখ টাকা ।  ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে অনুসরণ করে বিসিবি এই প্রথম সাদা ও লাল বলে চুক্তি করল ক্রিকেটারদের সঙ্গে। নতুন চুক্তিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। এরপর মুশফিকুর রহিমের। লাল ও সাদা বলের চুক্তির ‘এ’ প্লাস ক্যাটাগরিতে রয়েছেন শুধুমাত্র তামিম ও মুশফিক। সাদা বলে ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারের সংখ্যা চার জন। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর সঙ্গে রয়েছেন সৌম্য। তাদের বেতন ৪ লাখ টাকা। তামিম ও মুশফিক দুই ক্যাটাগরিতে থাকলেও বেতন ৮ লাখ টাকা পাবেন না। নিয়ম অনুযায়ী একটি পুরো টাকা এবং অন্যটির অর্ধেক পাবেন। সেই হিসেবে তামিম ও মুশফিকের বেতন ৬ লাখ টাকা।

সর্বশেষ খবর