বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইমরুল তিন সপ্তাহ মাঠের বাইরে

ক্রীড়া প্রতিবেদক

বঙ্গবন্ধু বিপিএলে বেশ ভালো খেলেছেন। ভালো খেললেও সুযোগ পাননি পাকিস্তান সফরে। সুযোগ হয়নি জিম্বাবুয়ের বিপক্ষেও। হতাশ হয়েছিলেন দেশের অন্যতম সেরা ওপেনার। হতাশা কাটিয়ে উঠতে প্রিমিয়ার ক্রিকেটে বেছে নিয়েছিলেন। দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ আশরাফুলের সঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবেন ইমরুল। গতকাল ক্লাবের অনুশীলনে ফিল্ডিংয়ে বাঁ পায়ের কনিষ্ঠা আঙ্গুলের হাড়ে চিড় ধরে। এর ফলে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাঁ হাতি ওপেনারকে। এজন্য হয়তো ১৫ মার্চ শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের প্রথম পর্বের খেলাগুলো খেলা সম্ভব হতে নাও পারে। ইনজুরি নিয়ে ইমরুল বলেন, ‘এই ধরনের ইনজুরিতে সাধারণত দুই সপ্তাহ বাইরে থাকতে হয়। কিন্তু আমাকে থাকতে হবে তিন সপ্তাহ। আমি খুব কষ্ট পাচ্ছি এতে। এবারের প্রস্তুতিটা বেশ ভালো ছিল আমার।’

সর্বশেষ খবর