বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

পার্থক্য গড়েছেন বারকোস

পার্থক্য গড়েছেন বারকোস

‘আমরা জানতাম, বারকোসের মতো ফুটবলারকে রুখে দেওয়া খুব সহজ কাজ নয়। সে একাই ম্যাচটা বদলে দিয়েছে।’ গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপ গ্রুপ পর্বে কিংস-টিসি স্পোর্টস ম্যাচের পর এভাবেই বারকোসের কৃতিত্বের কথা স্বীকার করলেন টিসি স্পোর্টসের কোচ মোহাম্মদ শাজলি। আর কিংস কোচ অস্কার ব্রুজোন বললেন অনেক কথা। ‘বারকোস বিশ্বমানের ফুটবলার। এটা সে প্রমাণ করেছে। তাকে ঘিরে আমার দলটা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।’ তবে কেবল বারকোসকে এককভাবে কৃতিত্ব দেননি তিনি। বলছেন, ‘কলিনড্রেস, বিপলু, বখতিয়াররাও দারুণ ফুটবল খেলেছে। সবাই মিলেই আমরা অসাধারণ একটা দল গড়ে তুলেছি। যাকে আপনারা বাংলাদেশের জন্য আদর্শ দল বলতে পারেন।’ দিন কয়েক আগে মোহামেডানের কাছে পরাজয় নিয়েও বেশ খোলামেলা কথা বললেন ব্রুজোন। ‘আমরা কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে অনেক বেশি গোলের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু সেখানে ফিনিশিংয়ের অভাবে আমরা গোল করতে পারিনি। বারকোস সে অভাব দূর করে দিয়েছেন।’

মাঠে বারকোস-কলিনড্রেস রসায়ন নিয়েও এরই মধ্যে ফুটবল অঙ্গনে বেশ আলোচনা শুরু হয়েছে। ব্রুজোন তো দুজনের মধ্যে বোঝা-পড়াকে ভালো স্বামী-স্ত্রীর সম্পর্কের মতোই আখ্যা দিলেন। একে অপরের মানসিকতা দারুণভাবে বুঝতে পারেন দুজন। কখন কোন স্থানে থাকতে হবে ঠিক বুঝে নেন চোখ বন্ধ করে। এএফসি কাপে দারুণ সূচনা করেছেন বারকোস। লিগেও তাকে খেলতে দেখার অপেক্ষায় থাকবে সমর্থকরা। অবশ্য নিয়মানুযায়ী তিনি দ্বিতীয় পর্বের আগে লিগের ম্যাচ খেলতে পারবেন না। বারকোস আসার আগে ভালো ফিনিশিংয়ের অভাবটাই দ্রুত দূর করতে হবে ব্রুজোনকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর