বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা
সেরা আটে

লিপজিগ আটলান্টা

ক্রীড়া ডেস্ক

লিপজিগ আটলান্টা

প্রথম লেগেই মোটামুটি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিয়েছিল জার্মানির লিপজিগ। প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারের মাঠে জিতেছিল ১-০ গোলে। দ্বিতীয় লেগে ঘরের মাঠে ড্র করলেই হতো। কিন্তু অসাধারণ ফুটবল খেলে ৩-০ গোলের জয় তুলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিপজিগ। একই অবস্থা ইতালিয়ান ক্লাব আটলান্টার। প্রথম ম্যাচে ৪-১ গোলের জয়ে সেরা আট নিশ্চিত করেই নিয়েছিল ইতালিয়ান ক্লাবটি। পরশু রাতে অ্যাওয়ে ম্যাচে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আটলান্টা। সাত গোলের  রোমাঞ্চকর ম্যাচে একাই ৪ গোল করেছেন আটলান্টার ইয়োসিপ ইলিসিচ। দুই লেগ মিলিয়ে আটলান্টা-ভ্যালেন্সিয়া ম্যাচের রেজাল্ট ৮-৪। দুই লেগ মিলিয়ে লিপজিগ ও টটেনহ্যামের ম্যাচের রেজাল্ট ৪-০। দুই ম্যাচেই দর্শক মাঠে উপস্থিত ছিলেন না। 

অ্যাওয়ে ম্যাচে ইংলিশ ক্লাবটির বিপক্ষে জার্মান ক্লাবটি জিতেছিল ১-০ গোলে। পরশু রাতে ঘরের মাঠে সুবিধাজনক অবস্থানে থেকেই খেলতে নামে লিপজিগ। প্রথম ২১ মিনিটের মধ্যেই সেরা আট নিশ্চিত করে নেয় জার্মান ক্লাবটি। ১০ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে নেন লিপজিগের অস্ট্রিয়ান স্ট্রাইকার মার্সেল সাবিৎজার। ২১ মিনিটে ২-০ করেন সাবিৎজার। প্রথমার্ধ শেষ হয় দুই গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে টটেনহ্যাম আক্রমণাত্মক খেলা খেললেও ৮৭ মিনিটে ব্যবধান ৩-০ করেন লিপজিগের এমিল ফোর্সবার্গ। আরেক ম্যাচে প্রথম লেগে ৪-১ গোলে জিতেছিল আটলান্টা। সেরা আটে জায়গা নিতে ভ্যালেন্সিয়াকে জিততে হতো কমপক্ষে ৩-০ গোলে। ঘরের মাঠে জিততে মরিয়া ভ্যালেন্সিয়া অলআউট ফুটবল খেলে। কিন্তু ট্যাকটিক্যাল ম্যাচ খেলে আটলান্টা ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচের তিন মিনিটে স্পট কিকে ব্যবধান ১-০ করেন আটলান্টার ইলিসিচ। ২১ মিনিটে ব্যবধান ১-১ করেন ভ্যালেন্সিয়ার কেভিন গামেইরা। ৪৩ মিনিটে পেনাল্টিতে ব্যবধান ২-১ করেন ইলিসিচ। ৫১ মিনিটে ২-২ গোলের সমতা আনেন গামেইরা। ৬৭ মিনিটে স্বাগতিকদের স্বপ্ন দেখাতে শুরু করেন ফার্নান্দো তোরেস। ম্যাচে প্রথমবারের মতো ৩-২ গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। তখন মনে হচ্ছিল ম্যাচ বোধহয় জিতে যাবে ভ্যালেন্সিয়া। কিন্তু ৭১ মিনিটে ৩-৩ গোলে সমতা আনেন ইলিসিচ। চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে প্রতিপক্ষের মাঠে হ্যাটট্রিক করেন ইলিসিচ।

তার বয়স ৩২ বছর ৪১ দিন। ৮২ মিনিটে ম্যাচে নিজের চার নম্বর গোলটি করেন ইলিসিচ।             

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর