বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

কিংস আসলেই কিং

ক্রীড়া প্রতিবেদক

অভিষেক আসরে লিগ ও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। এবার মৌসুমের শুরুতেই জিতেছে ফেডারেশন কাপ। এখানেই থেমে থাকেনি দেশের ফুটবলে নতুন কিং কিংস। একের পর এক ইতিহাস গড়েই চলেছে বসুন্ধরা গ্রুপের নিজস্ব ক্লাব বসুন্ধরা কিংস। লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে কিংস। ঢাকা আবাহনীরও খেলার কথা ছিল। কিন্তু প্লে-অফ খেলেই বিদায় নিয়েছে তারা। আন্তর্জাতিক ফুটবলেরও কিংসের অভিষেক হয়েছে কিংয়ের মতোই।

গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের ‘ই’ গ্রুপে প্রথম ম্যাচে কিংস মুখোমুখি হয় মালদ্বীপ টিসি স্পোর্টসের বিপক্ষে। ৫-১ গোলে উড়িয়ে দুরন্ত সূচনা করেছে। যাকে ঘিরে দর্শকদের বেশি আগ্রহ ছিল সেই মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলা হারনান বারকোস অভিষেকেই ঢাকার মাঠে ম্যাজিক প্রদর্শন করেছেন। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন তিনি। কলিনড্রেস-বারকোস জুটি কতটা ভয়ঙ্কর হতে পারেন তা প্রথম ম্যাচেই প্রমাণ পাওয়া গেছে। অথচ লিগে মোহামেডানের কাছে হারাতে এএফসি কাপে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে কি করবে এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ক্রীড়াপ্রেমীরা। দলে আবার একাধিক খেলোয়াড় ইনজুরিতে। কোচ অস্কার ব্রুজোন অবশ্য বলেছেন টিসির বিপক্ষে বারকোসকে পাচ্ছি আমরা। ছেলেরা ঠিকই জ্বলে উঠবে। অস্কার কথা রেখেছেন। তবে এতটা সহজভাবে জিতবে তিনিও ভাবেননি। এশিয়ান ক্লাব কাপ ফুটবলে উদ্বোধনী ম্যাচে ৮-০ গোলে জেতার রেকর্ড রয়েছে মোহামেডানের। কিন্তু বসুন্ধরা দেশ ও বিদেশির দলের বিরুদ্ধে এত কম সময়ে যেভাবে বিজয় নিশানা উড়াচ্ছে কারোর পক্ষে তা কি সম্ভব হয়েছে। এই জয় আগামী ম্যাচে কিংসকে অনুপ্রেরণা জোগাবে এ নিয়ে সংশয় নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর