বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা
প্রিমিয়ার লিগ

এক ভেন্যুতে!

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের লিগ ফুটবলে এমনিতেই দর্শক খুব একটা হয় না। এবার দর্শকশূন্য মাঠেই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে। করোনাভাইরাস আতঙ্কে একের পর এক ক্রীড়া ইভেন্ট স্থগিত হয়ে যাচ্ছে। ফুটবল লিগ নিয়েও দেখা দিয়েছে সংশয়। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলনে, ‘শনিবার লিগ কমিটির জরুরি বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে লিগটা এক ভেন্যুতে এবং দর্শকদের অনুপস্থিতিতে করার চিন্তা করছি আমরা।’ মূলত ক্লাবগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এ জন্যই লিগ চালানোর সিদ্ধান্ত আসতে পারে। কারণ, বিদেশি প্লেয়ারদের ধরে রাখার একটা ব্যাপার আছে। করোনাভাইরাসের কারণে ২০ এপ্রিল বাফুফে নির্বাচন পিছিয়ে যাবে কি না এমন এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘বাফুফে নির্বাচনের এখনো অনেকটা সময় আছে। তবে আমরা এই নির্বাচন পেছাতে চাই না। সময়মতো নির্বাচনের ঐতিহ্যটা ধরে রাখতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর