শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

বসুন্ধরার মিশন এবার মালদ্বীপ

১৪ এপ্রিল মালদ্বীপের মাঠে মাজিয়ার মুখোমুখি হবে কিংস

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরার মিশন এবার মালদ্বীপ

ঢাকায় এএফসি কাপে অভিষেক ম্যাচে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। ‘ই’ গ্রুপে মালদ্বীপ টিসি স্পোর্টসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। নায়ক লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলা হারনান বারকোস। ঢাকায় তিনি অভিষেক ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন। অনেক বিদেশি

ফুটবলার বিভিন্ন ক্লাবে খেলে গেছেন। কিন্তু এএফসি কাপে প্রথম ম্যাচে কারও হ্যাটট্রিকের কৃতিত্ব নেই। প্রথম ম্যাচ দেখে চূড়ান্তভাবে মন্তব্য করা ঠিক হবে না। তবে বারকোস শুরুতে যে নৈপুণ্য প্রদর্শন করেছেন তা ধরে রাখতে পারলে তিনিই হবেন বাংলাদেশের ফুটবলে স্মরণকালের সেরা বিদেশি ফুটবলার। বারকোস তবু তার পারফরম্যান্সে সন্তুষ্ট নন। তার কথা, অনেক আশা করে কিংস আমাকে দলে ভিড়িয়েছে। তার প্রতিদান দিতে চাই ট্রফি উপহার দিয়ে।

এএফসি কাপে টিসি ছাড়াও বসুন্ধরার গ্রুপে আছে মালদ্বীপের মার্জিয়া ও ভারতের চেন্নাই এএফসি। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ছয় ম্যাচ খেলতে হবে। শিডিউল অনুযায়ী ১৭ জুন গ্রুপের শেষ ম্যাচ। তাই এখনই বলা কঠিন ‘ই’ গ্রুপ থেকে কোন দল পরবর্তী রাউন্ডে যাবে। তবে টিসির বিপক্ষে কিংস যে

নৈপুণ্য প্রদর্শন করেছে তাতে আশা জাগিয়েছে। ১৪ এপ্রিল মালদ্বীপের মাঠে মার্জিয়ার সঙ্গে খেলা। যদিও ম্যাচটি নিয়ে সংশয় রয়েছে। করোনাভাইরাসে এএফসি এশিয়ান অঞ্চলে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের সব ম্যাচ বাতিল করেছে। এখন পরিস্থিতির উন্নতি না হলে হয়তো এএফসি ক্লাব কাপও স্থগিত হয়ে যেতে পারে।

যাক এ নিয়ে বসুন্ধরার ভাবনা নেই। ১৪ এপ্রিল খেলা হবে সেই লক্ষ্যে তারা প্রস্তুতি নেবে। ঢাকা জয়ের পর বসুন্ধরার মিশন এবার মালদ্বীপ জয়। বারকোস যোগ দেওয়ায় দলের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়ে গেছে। তবু যতটুকু ভুল-ত্রুটি আছে তা লিগে অংশ নিয়ে শুধরিয়ে নিতে পারবে। সত্যি বলতে পেশাদার লিগে পাঁচ ম্যাচ খেলে ফেললেও বসুন্ধরা মন জয় করার মতো পারফরম্যান্স

দখাতে পারছে না।

পুলিশের সঙ্গে ড্র আর মোহামেডানের কাছে হেরে এখনই মূল্যবান পাঁচ পয়েন্ট নষ্ট করেছে বসুন্ধরা।

কলিনড্রেস ও বখতিয়ার ছাড়া অন্যরা এলোমেলো। বিশেষ করে রক্ষণভাগে দুর্বলতা চোখে পড়ছে। লিগের প্রথম পর্বে বারকোস কিংসের হয়ে নামতে পারবেন না। তবু ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, এএফসি কাপে বড় জয় লিগে শক্তির টনিক হিসেবে কাজ করবে। এক দল দুই মিশন নিয়ে এগোচ্ছে। এএফসি কাপ ও লিগ। এটা বাড়তি চাপও বটে।

 

সর্বশেষ খবর