শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

সিডনিতে দর্শকশূন্য গ্যালারি

অস্ট্রেলিয়ার সহজ জয়

ক্রীড়া ডেস্ক

সিডনিতে দর্শকশূন্য গ্যালারি

দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। ভারতকে হোয়াইটওয়াশ করেছে নিউজিল্যান্ড। সিডনিতে গতকাল ট্রান্স তাসমান পাড়ের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল দুই অভিজ্ঞতা নিয়ে। পারফরম্যান্সের বিচারে ম্যাচে ফেবারিট ছিল ব্ল্যাক ক্যাপসরা। কিন্তু মাঠের লড়াইয়ে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। ৭১ রানের বড় জয় তুলে তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। আজ একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। 

প্রোটিয়াসদের বিপক্ষে সিরিজ হারের তিক্ত স্বাদ নিয়ে গতকাল খেলতে নামে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চ, বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুসচেঙ্গের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান করে স্বাগতিকরা। ওয়ার্নার ৬৭ রান করেন ৮৮ বলে ৯ চারে। ফিঞ্চের ৬০ রানের ইনিংসটি সাজানো ৭৫ বলে ৩ চার ও ২ ছক্কায়। লাবুসচেঙ্গের ৫৬ রান করেন ৫২ বলে ২ চারে। ম্যাচ সেরা মিচেল মার্শ ২৭ রান করেন ৩৪ বলে। ২৫৯ রানে টার্গেটে ৪১ ওভারে ১৮৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৪০ রান করেন মার্টিন গাপটিল এবং ৩৮ রান করেন টম ল্যাথাম। ৩টি করে উইকেট নেন মিচেল মার্শ ও প্যাট কামিন্স।

 

প্রথম ওয়ানডে

অস্ট্রেলিয়া : ২৫৮/৭, ৫০ ওভার ( ওয়ার্নার ৬৭, ফিঞ্চ ৬০, লাবুসচেঙ্গে ৫৬। সোদি ৩/৫১, সান্টানার ২/২৫)।

নিউজিল্যান্ড : ১৮৭/১০, ৮১ ওভার (গাপটিল ৪০, টম ল্যাথাম ৩৮। কামিন্স ৩/২৫, মিচেল মার্শ ৩/২৯)।

ফল : অস্ট্রেলিয়া ৭১ রানে জয়ী।

ম্যাচ সেরা : মিচেল মার্শ।

সর্বশেষ খবর