শনিবার, ১৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

ক্রিকেটারদের চিন্তায় করোনাভাইরাস

ক্রীড়া প্রতিবেদক

কাল শুরু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। দলগুলোও প্রস্তুতি নিয়ে রেখেছে। গত ৪০ বছরের মধ্যে এবারই প্রথম লিগে খেলবেন না বিদেশি ক্রিকেটাররা। সে জন্য আলোচনার মূলে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। প্রথমবারের মতো আবাহনীতে খেলবেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম। একসঙ্গে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ আশরাফুল। ক্রিকেটাররা প্রস্তুতি নিয়েছেন ব্যাট ও বলের লড়াইয়ের। আড়ালে সবাই চিন্তিত করোনাভাইরাস নিয়ে।

‘আমাদের যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা যদি নিজ নিজ দায়িত্ব পালন করি, তাহলে শুধু নিজে নয়, অন্যরাও উপকৃত হবেন।’

মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, আল-আমিন, আশরাফুলরা খেলার ফাঁকে সবাই সতর্ক মারণঘাতী করোনাভাইরাস নিয়ে। করোনাভাইরাসের থাবায় জর্জরিত বিশ্ব ক্রীড়াঙ্গন। মুশফিক বলেন, ‘করোনাভাইরাস অন্য দেশে খুব দ্রুত ছড়িয়েছে। আমাদের দেশেও বেশ কয়েকজন শনাক্ত হয়েছে। আমাদের যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা যদি নিজ নিজ দায়িত্ব পালন করি, তাহলে শুধু নিজে নয়, অন্যরাও উপকৃত হবেন।’ টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘করোনাভাইরাসের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা শুধু প্রিমিয়ার ক্রিকেট নিয়েই ভাবছি।’ সাবেক অধিনায়ক আশরাফুল বলেন, ‘সতর্ক থাকতে হবে। অন্যদেরও সতর্ক করতে হবে।’

 ডানহাতি পেসার আল-আমিন বলেন, ‘নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’

সর্বশেষ খবর