সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

লিগ থেকেই অভিজ্ঞতা নিতে চান তামিম

‘প্রাইম ব্যাংক যেহেতু আমাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে, চেষ্টা করব আমি যেন সব ভালোভাবে করতে পারি। আমার নিজেরও একটু অভিজ্ঞতা হলো। আমি এটার জন্য মুখিয়ে আছি। কী হয় দেখব।’

ক্রীড়া প্রতিবেদক

লিগ থেকেই অভিজ্ঞতা নিতে চান তামিম

মাশরাফি বিন মর্তুজা সরে দাঁড়ানোর পর বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে। তবে এখনো কোনো ম্যাচ খেলা হয়নি। অধিনায়কের পথটা যে বন্ধুর তা খুব ভালো করেই জানেন তামিম। মাশরাফিকে দেখে অনেক কিছু শিখেছেন। তবে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার আগে ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই অভিজ্ঞতা নিতে চান তামিম।

লিগে প্রাইম ব্যাংককে নেতৃত্ব দেবেন এই ড্যাসিং ওপেনার। আজ তার দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে গাজী গ্রুপের। গতকাল অনুশীলনের সময় তামিম অধিনায়কত্ব নিয়ে বলেন, ‘প্রাইম ব্যাংক যেহেতু আমাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে, চেষ্টা করব আমি যেন সব ভালোভাবে করতে পারি। আমার নিজেরও একটু অভিজ্ঞতা হলো। আমি এটার জন্য মুখিয়ে আছি। কী হয় দেখব।’

তামিম ইকবাল এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। ঘরোয়া লিগে, এমন কি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। বিশ্বকাপের পর গত বছর বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়েছিলেন তার নেতৃত্বেই। যদিও অভিজ্ঞতা মোটেও ভালো না। কেন না ওই সফরে টাইগাররা হোয়াইটওয়াশ হয়েছিল। তাই তামিম এবার সতর্ক। পরীক্ষা-নিরীক্ষাটা ঢাকা প্রিমিয়ার লিগেই সেরে ফেলতে চান।

প্রথম ম্যাচেই তামিমের প্রতিপক্ষ মাহমুদুল্লাহ রিয়াদের গাজী গ্রুপ। তবে যেভাবেই হোক শুরুটা জয় দিয়েই করতে চাচ্ছেন তামিম, ‘যেকোনো টুর্নামেন্টের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। এটা যেকোনো দলের সঙ্গে। আমাদের এমন এক দলের সঙ্গে খেলা, যারা শিরোপা জয় করতে পারে। ওভাবেই দল গড়েছে। আমরা যদি কাল (আজ) ভালোভাবে শুরু করতে পারি, টুর্নামেন্টও ভালো যাবে। আর দল হিসেবে আমরা যথেষ্ট শক্তিশালী। আমাদের নির্ধারিত দিনে ভালো করতে হবে, পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’

সর্বশেষ খবর