সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

মুশফিকের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের সেঞ্চুরি

শেখ জামাল, পারটেক্স, প্রাইম দোলেশ্বরের মতো ক্লাবগুলোতে খেলেছেন। খেলেছেন ঐতিহ্যবাহী মোহামেডানেও। অথচ কখনো খেলেননি ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল ক্লাব আবাহনীতে। প্রথমবার খেলেই অভিষেক ম্যাচে বাজিমাত করেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে পারটেক্সের বিপক্ষে সূচনা ম্যাচে খেলেছেন ১২৭ রানের নান্দনিক এক ইনিংস। ইনিংসটি লিস্ট ‘এ’ ক্যারিয়ারে মুশফিকের ১২ নম্বর সেঞ্চুরি এবং আবাহনীর হয়ে প্রথম। গতকাল সেঞ্চুরি করেছেন প্রাইম দোলেশ্বরের তাইবুর রহমান পারভেজও। মুশফিকের সেঞ্চুরির ম্যাচে আবাহনী ৮১ রানে হারিয়েছে পারটেক্সকে। তাইবুরের সেঞ্চুরির ম্যাচে প্রাইম দোলেশ্বর ৮ রানে ব্রাদার্স ইউনিয়নকে এবং ওল্ড ডিওএইচএস ২৫ রানে হারিয়েছে লিজেন্ড অব রূপগঞ্জকে।  

কিছুদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিক গতকাল পারটেক্সের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন ৬ রানে দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈমের বিদায়ের পর। ১২৪ বলে ১২৭ রানের নান্দনিক ইনিংস খেলেন মুশফিক। চাপের মুখে অধিনায়কোচিত ইনিংসটিতে ছিল ১১ চার ও ৪টি ছক্কা।

 

মিরপুর স্টেডিয়াম

আবাহনী : ২৮৯/৭ (৫০ ওভার) (মুশফিক ১১৭, মোসাদ্দেক ৬১; জয়নুল ৩/২৮)।

পারটেক্স : ২০৮/১০ (৪৮.৪ ওভার) ( নাজমুল ৪৩, তাসামুল ৪৩; মেহেদী রানা ৪/৪৩)।

ফল : আবাহনী ৮১ রানে জয়ী।

 

ফতুল্লা স্টেডিয়াম

প্রাইম দোলেশ্বর : ২৩৮/৭ (৫০ ওভার) (তাইবুর  ১১০, ইমরান ৩৪; সাকলাইন ২/২৭)।

ব্রাদার্স ইউনিয়ন : ২৩০/১০ (৪৯.৪ ওভার) (জুনায়েদ  ৯৭, তুষার ৫১; রেজাউর ৪/৩৬)।

ফল : প্রাইম দোলেশ্বর ৮ রানে জয়ী।

 

বিকেএসপি

ওল্ড ডিওএইচএস : ২৩০/১০ (৪৯ ওভার)

(আনিসুল  ৫৩, রাকিন ৪৮; সোহাগ ৩/৫৪)।

লিজেন্ড অব রূপগঞ্জ : ২০৫/১০ (৫০ ওভার) (পিনাক ৫৩, সানজামুল ৪০; অভিষেক ৩/৪৪, রশীদ ৩/৩৫)।

ফল : ওল্ড ডিওএইচএস ২৫ রানে জয়ী। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর