সোমবার, ১৬ মার্চ, ২০২০ ০০:০০ টা

আয়ারল্যান্ড সফরও অনিশ্চিত!

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের ভীতি নিয়েই মাঠে গড়িয়েছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। মাঠের লড়াইয়ে শতভাগ উজাড় করে দিচ্ছেন ক্রিকেটাররা। তবে সতর্কও রয়েছেন মারণঘাতী ভাইরাসের সংক্রমণ নিয়ে। তবে বিসিবি চাচ্ছে না টেস্ট ও ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করতে। শোনা যাচ্ছে, বিসিবি ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে সফর স্থগিতের বিষয়ে। পাকিস্তান সফরই শুধু স্থগিত হচ্ছে না, আয়ারল্যান্ড সফরও শঙ্কার মুখে। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এমনটাই জানিয়েছেন, ‘করোনাভাইরাসের অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। এমন অবস্থায় পাকিস্তানে খেলতে যাওয়াটা কঠিন।’  প্রধান নির্বাচক অবশ্য টাইগারদের আয়ারল্যান্ড সফর নিয়ে শঙ্কিত, ‘অস্ট্রেলিয়া আসবে জুনে। আশা করি তখন কোনো সমস্যা হবে না। তবে আয়ারল্যান্ড সফর সমস্যায় পড়ে যাবে।’ যদিও আয়ারল্যান্ড সফর মে মাসে। তারপরও পরিস্থিতি যে মারাত্মক আকার ধারণ করেছে, এর ভবিষ্যৎ কোথায়, কেউই বলতে পারছে না।    

সর্বশেষ খবর