বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

নির্ধারিত সময়েই টি-২০ বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের আঘাতে জর্জরিত বিশ্ব ক্রীড়াঙ্গন। একে একে বন্ধ হয়েছে স্প্যানিশ লা-লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান লিগ, ফ্রেঞ্চ লিগ, আইপিএল, এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি টি-২০ ম্যাচ। কিন্তু অবাক করে চলছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। গতকাল সেটাও বন্ধ হয়েছে। সংশয়াচ্ছন্ন টোকিও অলিম্পিকের ভবিষ্যৎ। এখন শঙ্কার মুখে পড়েছে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। কিন্তু স্বাগতিক অস্ট্রেলিয়া চাইছে না টি-২০ বিশ্বকাপ স্থগিত করতে। যদিও ভবিষ্যতে করোনাভাইরাস কতটা মারাত্মক আকার ধারণ করবে, সেটা বলা যাচ্ছে না। তারপরও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস জানিয়েছেন, টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে কোনো সমস্যা নেই অস্ট্রেলিয়ার। ১৮-২৩ অক্টোবর টি-২০ বিশ্বকাপের প্রথম পর্ব। বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে বাছাইপর্ব খেলতে হবে।

সর্বশেষ খবর