বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ইয়র্কারে আগের মতো আত্মবিশ্বাসী নন মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক

ইয়র্কারে আগের মতো আত্মবিশ্বাসী নন মুস্তাফিজ

২০১৫ সালে ধূমকেতুর মতো আগমন। আবির্ভাবেই আলো ছড়িয়ে সব নজর কেড়ে নেন মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত ও ধারাবাহিক পারফরম্যান্সে বাংলাদেশের স্ট্রাইক বোলার হয়ে উঠেন টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে। প্রথম ৩/৪ বছর ‘কাটার’ বোলিংয়ে প্রতিপক্ষ বিশ্বসেরা ব্যাটসম্যানদের নাভিশ্বাস করে ছাড়েন। সময় গড়িয়েছে। ধার হারিয়েছেন মুস্তাফিজ। এখন তিনি নিয়মিত নন টেস্ট স্কোয়াডে। যদিও সাদা বলে এখনো নিয়মিত সদস্য কাটার মাস্টার। খেললেও সেই ধার নেই। আগের মতো আত্মবিশ্বাস পাচ্ছেন না নিজের অন্যতম সেরা অস্ত্র ইয়র্কারে। এ নিয়ে অবশ্য চিন্তিতও নন মুস্তাফিজ। নতুন বোলিং কোচ ওটিস গিবসনকে নিয়ে কাজ করছেন। করোনাভাইরাসের জন্য দেশে ও বিদেশে সব ধরনের খেলাধুলা বন্ধ। স্থগিত করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর, মুজিববর্ষ উপলক্ষে ২১ ও ২২ মার্চ দুটি টি-২০ ম্যাচ এবং ঢাকা প্রিমিয়ার ক্রিকেট। ক্রিকেটাররা এখন খেলাশূন্য হয়ে বেকার। যদিও ক্লাবগুলো অনুশীলন চালিয়ে যাচ্ছে। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মিডিয়ার মুখোমুখিতে কথা বলেন মুস্তাফিজ। তার মারাত্মক অস্ত্র ‘ইয়র্কার’ আগের মতো কাজ করছে না। এটা নিয়ে আগের মতো আত্মবিশ্বাসও পাচ্ছেন না বলেন ১৩ টেস্টে ২৮ উইকেট, ৫৮ ওয়ানডেতে ১০৮ উইকেট এবং ৪১ টি-২০তে ৫৮ উইকেট পাওয়া মুস্তাফিজ, ‘আমার মনে হয় কোথাও একটা সমস্যা হচ্ছে। তবে এখন অবশ্য ভালো হচ্ছে। ইয়র্কারটায় আমি আগের মতো আত্মবিশ্বাস পাচ্ছি না। চেষ্টা করছি, কীভাবে ভালো করা যায়। কাটারটাতো আছেই। কাজ করছি বল ভিতরে ঢোকানো নিয়ে।’

বাঁ হাতি বোলারদের মূল অস্ত্র বল ভিতরে ঢোকানো। সেটায় দুর্বলতা রয়েছে মুস্তাফিজের। এ নিয়ে তিনি কাজ করছেন নতুন বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে। এর আগে কাজ করেছেন আরও দুই বোলিং কোচ হিথ স্ট্রিক ও কোর্টনি ওয়ালসের সঙ্গে। সবার সঙ্গে কাজ করে একটু একটু করে গুছিয়ে নিয়েছেন। আরও শানিত করতে এখন তিনি মনোযোগী ছাত্র হয়েছেন গিবসনের, ‘আমার মনে হচ্ছে বল এখন ভালোভাবেই ভিতরে আসছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি-২০ ও দুটি ওয়ানডে খেলেছি। প্রথম স্পেলে নতুন বলে বল ভিতরে ঢোকানোর চেষ্টা করেছি। বেশি না হলেও দুএকটি বল কাছাকাছি হয়েছে। দুই সপ্তাহ ধরে কাজ করছি কোচের সঙ্গে। কোচ আমাকে বলের গ্রিপ দেখিয়ে দিয়েছেন। বলেছেন কব্জি ঠিক রাখতে হবে।’ দেশের সেরা পেসার। ক্যারিয়ার মাত্র ৫ বছরের। বয়সও কম, ২৫ বছর। লম্বা সময় বাকি ক্যারিয়ারের। লম্বা ক্যারিয়ারের জন্য নিজেকে আরও শানিত করতে হবে মুস্তাফিজকে। সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাটার মাস্টার।   

সর্বশেষ খবর