শুক্রবার, ২০ মার্চ, ২০২০ ০০:০০ টা
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত

ক্রিকেটের সব খেলা স্থগিত

বললেন নাজমুল হাসান পাপন

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটের সব খেলা স্থগিত

‘করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতে আতঙ্ক বিরাজ করছে। সারা বিশ্বেই খেলাধুলা বন্ধ। আমাদের ক্রিকেটও বন্ধ করেছি। প্রিমিয়ার ক্রিকেটের প্রথম রাউন্ড বন্ধ রেখেছিলাম তাৎক্ষণিক সিদ্ধান্তে। কিন্তু এখন অনির্দিষ্টকালের জন্য লিগ বন্ধ করেছি

বেশ কয়েকটি ক্লাব, কয়েকজন কোচ এবং ক্রিকেটার চেয়েছিলেন প্রিমিয়ার ক্রিকেট লিগ চালু থাকুক। তাদের যুক্তি ছিল মারণঘাতী করোনাভাইরাস মাঠে সমস্যার সৃষ্টি করবে না। ক্রিকেটাররা জানিয়েছিলেন, পেটের দায়ে খেলা চালু রাখতে চান তারা। কিন্তু বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন গতকাল আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য প্রিমিয়ার ক্রিকেট লিগ স্থগিত করা হয়েছে। ১৬ মার্চ প্রথম রাউন্ড শেষে প্রিমিয়ার ক্রিকেটের দ্বিতীয় রাউন্ড স্থগিত করেছিল বিসিবি। এবার বন্ধ করেছে অনির্দিষ্টকালের জন্য। বিসিবি সভাপতি মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছেন, কোনোভাবেই ১৫ এপ্রিলের আগে লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা নেই।

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী খেলাধুলা স্থগিত হয়েছে। বন্ধ হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর, অনূর্ধ্ব-১৬ দলের ভারত সফর, মুজিববর্ষ উপলক্ষে ২১ ও ২২ মার্চ দুটি টি-২০ ম্যাচ, এ আর রহমানের কনসার্ট, বাংলাদেশ-আফগানিস্তান বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্ব ফুটবল ম্যাচ, বসুন্ধরা কিংস-টিসি স্পোর্টস এএফসি কাপ ম্যাচ, বাংলাদেশ প্রিমিয়ার ফুটবলসহ ঘরোয়া ক্রীড়াঙ্গনের যাবতীয় খেলাধুলা। দিন দুই আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ৩১ মার্চ পর্যন্ত সবধরনের খেলাধুলা বন্ধ থাকিবে। সেই নির্দেশনা পাওয়ার পরই বিসিবি সভাপতি গতকাল বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধের সিদ্ধান্তের কথা বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ক্রিকেটের সকল খেলা আপাতত স্থগিত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতে আতঙ্ক বিরাজ করছে। সারা বিশ্বেই খেলাধুলা বন্ধ। আমাদের ক্রিকেটও বন্ধ করেছি। প্রিমিয়ার ক্রিকেটের প্রথম রাউন্ড বন্ধ রেখেছিলাম তাৎক্ষণিক সিদ্ধান্তে। কিন্তু এখন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। ৩১ মার্চের পরে পরিস্থিতি ঠিক হয়ে যাবে, এমন ভাবনা ঠিক নয়। সেজন্যই আমরা অনির্দিষ্টকালের জন্য লিগ বন্ধ করেছি। পরিস্থিতি যে রকম হয়েছে, তাতে আমি মনে করি কোনোভাবেই ১৫ এপ্রিলের আগে লিগ শুরু করা সম্ভব নয়।’

কোচ হিসেবে বিসিবি আগ্রহ প্রকাশ করেছিল ভারতের সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গারের প্রতি। কিন্তু বাঙ্গার

বাস্তবতার নিরীক্ষে বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘এ প্রসঙ্গে এখনই বলার সময় আসেনি। আমরা শুধু বাঙ্গার নয়, আরও ৪/৫ জনের সঙ্গে কথা বলেছি। টার্ম অ্যান্ড কন্ডিশন সবার সঙ্গে মিলবে না। তাই এখনই এ প্রসঙ্গে কথা বলার সময় আসেনি।’ অনির্দিষ্টকালের জন্য লিগ বন্ধ ঘোষণার পর ক্লাবগুলোও তাদের ক্যাম্প আজকালের মধ্যে বন্ধ করে দিবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর