শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

শেন ওয়ার্নের মদের কোম্পানি এখন বানাচ্ছে স্যানিটাইজার

ক্রীড়া ডেস্ক

শেন ওয়ার্নের মদের কোম্পানি এখন বানাচ্ছে স্যানিটাইজার

টেস্ট ক্যাপ বিক্রি করে অস্ট্রেলিয়ার দাবানলে সাহায্য করেছিলেন ১০ লাখ ডলার। এবার করোনাভাইরাসের সতর্কতা হিসেবে দুটি হাসপাতালে দিবেন স্যানিটাইজার। নিজের মদের ফ্যাক্টরিতে মদ বানানো বন্ধ করে স্যানিটাইজার বানাচ্ছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তির লেগ স্পিনার শেন ওয়ার্ন। মারণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে প্রায় আড়াইলাখ লোক আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ হাজারের মতো। করোনাভাইরাসের ভয়াবহতায় ভীত ওয়ার্ন তার কোম্পানি ‘সেভেন জিরো এইট জিন’-এ মদ বানানো বন্ধ রেখেছেন ১৭ মার্চ থেকে । তার বদলে ৭০ শতাংশ অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছে। টেস্ট ক্রিকেটে ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন এ প্রসঙ্গে বলেন, ‘অস্ট্রেলিয়ানরা খুব কঠিন সময় পার করছেন। এই সময়ে আমাদের উচিত আক্রান্তদের পাশে দাঁড়ানো। ভালো লাগছে এই ভেবে, আমার কোম্পানি স্যানিটাইজার বানাচ্ছে।’ অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৮১৫ জন, মৃতের সংখ্যা ৭। 

সর্বশেষ খবর