শনিবার, ২১ মার্চ, ২০২০ ০০:০০ টা

চলে গেলেন ভারতীয় ফুটবল কিংবদন্তি

ক্রীড়া ডেস্ক

নাম প্রদীপ কুমার ব্যানার্জি। কিন্তু ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত পি কে ব্যানার্জি নামে। গতকাল ভারতীয় ফুটবলের কিংবদন্তি পি কে ব্যানার্জি ৮৩ বছর বয়সে মারা গেছেন কলকাতার এক হাসপাতালে। ভারতের হয়ে তিনটি এশিয়ান গেমস, একটি অলিম্পিকে অংশ নেওয়া পিকে ব্যানার্জি ক্যারিয়ারে ৮৪ ম্যাচে গোল করেছেন ৬৫টি। তার ছোট ভাই প্রসূন ব্যানার্জিও ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ফুটবলার। যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্য। পি কে ব্যানার্জি মৃত্যুর আগে কিডনি, পার্কিনসন ও নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন। তিনি ফুটবল ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ইস্টার্ন রেলের পক্ষে খেলেছেন। ইস্ট বেঙ্গল, মোহনবাগান কিংবা মোহামেডানে না খেললেও কোচিং করিয়েছেন ইস্ট বেঙ্গল ও মোহনবাগানকে।

এ ছাড়া ভারতীয় ফুটবল দলের কোচও ছিলেন তিনি। ভারতীয় ফুটবলে অবদান রাখার জন্য ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ১৯৬১ সালে জিতে নেন অর্জুন পুরস্কার। ২০০৪ সালে ফিফার অর্ডার অব মেরিট অর্জন করা ছাড়াও এশিয়ার একমাত্র ফুটবলার হিসেবে ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড  জিতেছেন।     

সর্বশেষ খবর