রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

কেমন কাটছে তারকাদের সময়

কেমন কাটছে তারকাদের সময়

মেসির আহ্বান...

খেলাধুলা নেই। নিজের বাসাতেই সময় কাটাচ্ছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। এই ছবিটি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে মেসি স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রত্যেকের জন্যই এটা কঠিন সময়। সবাই চিন্তিত কি ঘটছে। যারা আক্রান্ত, বা আক্রান্তদের নিয়ে কাজ করছে নিজের অবস্থান থেকে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আর্জেন্টিনার এই বার্সা তারকা বলেন, ‘সবার আগে আমাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। এটা অন্যরকম এক সময়। স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশ অবশ্যই মেনে চলতে হবে। সবাই মিলে একসঙ্গে লড়াই করতে হবে।’ মেসি লিখেছেন, ‘এখন অনেক বেশি দায়িত্বশীল হতে হবে সবাইকে। বাসায় থাকতে হবে। উপভোগ করার এটাই উপযুক্ত সময়। আশা করছি দ্রুতই আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাব।’ -ক্রীড়া ডেস্ক

রোনালদোর সময় কাটছে সমুদ্র দেখে

জুভেন্টাসের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি করোনাভাইরাস টেস্টে পজিটিভ হওয়ার পর পরই ক্লাব কর্তৃপক্ষ অন্যদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোও গৃহবন্দী হয়ে আছেন। তবে তার সময়টা ভালোই কাটছে। বান্ধবী জর্জিনা পাশে আছেন। সন্তানদের সঙ্গে নিয়ে মেদেইরার সমুদ্র তীরে এক লাক্সারি হোটেলে দিন পার করছেন জুভেন্টাস তারকা রোনালদো। এই হোটেলের সুইমিংপুলে সাঁতার কাটেন তিনি। জিম করেন। পাশাপাশি সন্তানদের নিয়ে উপভোগ করেন আটলান্টিকের সৌন্দর্য। করোনাভাইরাসের খবর ছড়িয়ে পড়ার পর পরই কোয়ারেন্টাইনে চলে গেছেন রোনালদো। তবে সময়টা তার মোটেও খারাপ কাটছে না।

হোম কোয়ারেন্টাইনে যাওয়ার কয়েক দিন আগে পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজের ছবিটি নিজের ফেরিফাইড ফেসবুক ফ্যানপেজে পোস্ট করেছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

বাসায় বসেই প্রচারণায় ব্যস্ত কোহলি

বাসাতেই কাটছে সময় ভারতের অধিনায়ক বিরাট কোহলির। খেলাধুলা না থাকলেও নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিমও করছেন। তবে করোনাভাইরাস প্রতিরোধে ভক্তদের উদ্দেশ্যে ভিডিও বার্তাও দিচ্ছেন। একদিন আগে সহধর্মিণী আনুশকা শর্মার সঙ্গে পাশাপাশি বসে দেওয়া ভিডিও বার্তায় সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন। এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় সরকারের নির্দেশনা মেনে চলার জন্যও পরামর্শ দিয়েছেন কোহলি-আনুশকা দম্পতি। তারা বেশি গুরুত্ব দিয়েছেন ঘন ঘন হাত ধোয়ার বিষয়ে।

সুযোগ কাজে লাগাচ্ছেন সুয়ারেজ

বার্সেলোনার উরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন বেশ কিছুদিন আগে। এরপর থেকেই মাঠে অনুপস্থিত তিনি। বার্সেলোনাও বেশ ভুগছে তার অনুপস্থিতিতে। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হয়ে গেছে লা লিগা। এই সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন সুয়ারেজ। নিজেকে মাঠে ফেরার উপযোগী করে গড়ে তুলছেন। তিনি বলেন, ‘আমি প্রতিদিনই নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছি।’ অবশ্য প্রস্তুতিটা একা একাই সারতে হচ্ছে সুয়ারেজকে। লিওনেল মেসিসহ বার্সা তারকাদের বেশিরভাগই হোম কোয়ারেন্টাইনে সময় কাটাচ্ছেন।

সেরেনার সময় কাটে মেয়ে অলিম্পিয়ার সঙ্গে

একে একে সব টেনিস টুর্নামেন্টই স্থগিত হয়ে গেছে। খেলাধুলা নেই। সামাজিক কর্মকান্ডও তেমন একটা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে পাব, বার আর ক্লাবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জনসমাগম হতে পারে, এমন সবকিছুই বন্ধ। এমন অবস্থায় দিন কাটতেই চায় না মেয়েদের টেনিসে সর্বকালের সেরাদের অন্যতম সেরেনা উইলিয়ামসের। মেয়ে অলিম্পিয়ার সঙ্গেই কাটিয়ে দেন সারাটা সময়। কিন্তু সেরেনা এমন নন। তিনি সারা দিন টেনিস নিয়ে ব্যস্ত থাকতে চান। সামাজিক কর্মকান্ডে  যুক্ত হতে চান। সেরেনা বলেন, অলিম্পিয়ার সঙ্গে সময় কাটছে। তবে মাঝে মধ্যেই এই জীবনটা বিরক্তিকর লাগে।

 

 

বাড়ি যেতে চান উইলিয়ান

ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ। ফুটবলারদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশনা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ছুটিতে থাকলেও কেউ নিজ দেশে ফিরতে পারবেন না। কিন্তু সময় যেন কাটতেই চাইছে না চেলসির ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের। গ্লোবো স্পোর্ট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উইলিয়ান বলেছেন, ‘এই মুহূর্তে আমি এখানে একা। আমার স্ত্রী আর মেয়েরা ব্রাজিলে আছে। ওরা আগেই চলে গেছে। ক্লাব থেকে অনুমতি পেলে আমিও বাড়ি চলে যেতে চাই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর