রবিবার, ২২ মার্চ, ২০২০ ০০:০০ টা

এবার পারবে কি চট্টগ্রাম আবাহনী

ক্রীড়া প্রতিবেদক

নীলফামারীতে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ৪-৩ গোলে পরাজিত করেছে। এবার নয়, লিগ ইতিহাসে নীলফামারীর ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। কেননা ঘরোয়া ফুটবলে কখনো ৩-০ গোলে পিছিয়ে কোনো দলের জয়ের রেকর্ড নেই। দলের কোচ মারুফুল হকের কাছে জানতে চাওয়া হয় এই অসম্ভবকে সম্ভব করা গেল কিভাবে? তিনি বলেন, ‘বসুন্ধরা কিংস একেতো চ্যম্পিয়ন তারপর আবার শক্তিশালী দল। ওরা ৩ গোলে এগিয়ে যাওয়ার পরও আমি খেলোয়াড়দের বলি, বাকি যে সময়টুকু আছে তোমরা সেরাটা খেল, জয়ের সম্ভাবনা আছে। তারা সেই কাজটি করেছেন। এখানে অসম্ভবের কিছু দেখছি না।’ বড় বাধা অতিক্রম করেছে চট্টগ্রাম আবাহনী। লিগ জয়ের স্বপ্ন দেখছেন কি? মারুফ বলেন, ‘স্বপ্ন আমি কেন অনেক দলই দেখছে। তবে লিগে মাত্র ছয় ম্যাচ গেছে। এবারের লিগে ছয়টি দল সমান তালে খেলছে। বাকিদেরও ফেলতে পারবেন না।

সুতরাং লিগ নিয়ে এখনোই ভবিষ্যদ্বাণী করাটা বোকামি। তবে খেলোয়াড়দের ওপর আমার আস্থা আছে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভালো কিছু করা সম্ভব। স্থানীয় ও বিদেশিরা ভালো খেলছে। এই আত্মবিশ্বাসটা ধরে রাখতে হবে।’

সর্বশেষ খবর