সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

এএফসি সেরা বসুন্ধরার জিকো

ক্রীড়া প্রতিবেদক

এএফসি সেরা বসুন্ধরার জিকো

এক সময় স্ট্রাইকিং পজিশনেই খেলতে পছন্দ করতেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তবে নিয়তি তাকে গোলপোস্টের নিচেই দাঁড় করিয়ে দিয়েছে। অথচ এই পজিশনটাই ছিল তার সবচেয়ে অপছন্দের। কিন্তু অপছন্দের পজিশনটাই জিকোকে এনে দিল এক অনন্য সম্মাননা। এএফসি কাপে গ্রুপ পর্বের ম্যাচে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ওই ম্যাচে তিনবার পেনাল্টি সেভ করে আনিসুর রহমান জিকো সপ্তাহ সেরা পাঁচ ফুটবলারের তালিকার স্থান করে নেন। এরপর ভক্তরা বেছে নেন তাদের সপ্তাহসেরা। ফুটবলভক্তদের ৭৫ শতাংশ ভোট পেয়ে সপ্তাহসেরা হয়েছেন আনিসুর রহমান জিকো। তাকে এশিয়ার ‘দ্য ওয়াল’ খেতাব দিয়েছে এএফসি। বসুন্ধরা কিংসের জার্সিতে খেলছেন জিকো। নিয়মিতই আলো ছড়ান তিনি। প্রতিপক্ষের স্ট্রাইকারদের দারুণসব আক্রমণ রুখে দিয়ে দলকে উপহার দেন জয়। কিংসের ডিফেন্সের ফাঁকফোকর অনেকটাই বন্ধ করে দেন। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে দারুণ পারফর্ম করে অনেক আগেই কিংস সমর্থকদের মন জয় করেছেন। এবার এএফসির কাছ থেকে তার স্বীকৃতিও পেলেন কক্সবাজারের এই ছেলে। তার আগে এএফসির স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের আলফাজও। সপ্তাহের সেরা হওয়ার দৌড়ে জিকো হারিয়েছেন সতীর্থ হারনান বারকোসকে। আর্জেন্টাইন তারকা ফুটবলার ১৪

শতাংশ ভোট পেয়েছেন। এছাড়াও ফিলিপাইনের ক্লাব সিরেস নেগ্রোসের স্প্যানিশ ফুটবলার বিয়েনভেনিদো ম্যারানন ৯ শতাংশ ভোট পেয়েছেন।

সর্বশেষ খবর