শিরোনাম
সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে সেলফ কোয়ারেন্টাইনে সাকিব

ক্রীড়া ডেস্ক

যুক্তরাষ্ট্রে সেলফ কোয়ারেন্টাইনে সাকিব

পরিবারের সঙ্গে দেখা করতে সাকিব আল হাসান এখন বাংলাদেশ ছেড়ে সুদূর মার্কিন যুক্তরাস্ট্রে। সেখানে গেলেও তিনি এখনই স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা করতে পারছেন না। কারণ নিয়ম মেনে তিনি ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাকে। বিমানবন্দর ছেড়ে বিশ্বসেরা অলরাউন্ডার ঘাঁটি গেড়েছেন হোটেলে। স্বেচ্ছাবন্দী সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমি নিজের একটি অভিজ্ঞতা ভাগাভাগি করছি। আমি মাত্রই যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছি। যদিও বিমানে সবসময় ভয় কাজ করেছে। তবুও চেষ্টা করেছি নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখার। এরপর যখন আমি যুক্তরাষ্ট্রে এসে নামলাম, আমি সোজা একটি হোটেলে উঠেছি। ওদের জানিয়ে দিয়েছি, আমি কিছুদিন এখানে থাকব। আর আমি যেহেতু বিমানে এসেছি, তাই আমার একটু হলেও ঝুঁকি আছে। এ জন্য আমি নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছি। যে কারণে নিজের বাচ্চার সঙ্গেও দেখা করিনি। এখানে এসেও নিজের বাচ্চার সঙ্গে দেখা করছি না, অবশ্যই আমার জন্য এটা কষ্টদায়ক। তারপরও আমার মনে হয়, এই সামান্য আত্মত্যাগটুকু করতে পারলে আমরা অনেকটুকু এগোতে পারব।’ স্বেচ্ছাবন্দী সাকিব প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বলেন, ‘যদি কেউ বিদেশ ফেরত থাকেন, তাহলে অবশ্যই নিজেকে ঘরে রাখা এবং বাইরে না যাওয়া হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

সর্বশেষ খবর