সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের আঘাতে স্থবির গোটা বিশ্ব। পাকিস্তানও সংকটময় অবস্থায় রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৬৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং মারা গেছে ৩ জন। এমন কঠিন পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকেননি পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তার ফাউন্ডেশন ‘আফ্রিদি ফাউন্ডেশন’ অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে অতীব জরুরি জিনিসপত্র সরবরাহ করছে তার ফাউন্ডেশন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘মহামারী করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তা করা আমাদের উচিত। জনসাধারণকে সচেতনতাও করা উচিত। এজন্য আমার অবস্থান থেকে সর্বোচ্চটা চেষ্টা করছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর