শিরোনাম
সোমবার, ২৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

কত দূর যাবে মোহামেডান?

ক্রীড়া প্রতিবেদক

কত দূর যাবে মোহামেডান?

ঢাকা মোহামেডান কত দূর যাবে? এই প্রশ্নটা এখন অনেক ফুটবলপ্রেমীর মুখে মুখে। কয়েক বছর ধরে ঐতিহ্যবাহী দলটি পেশাদার লিগে রেলিগেশনের শঙ্কায় ছিল। এবার সদস্যসচিব লোকমান হোসেন ভূঁইয়া ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে ক্লাবকে যে সংকটাময় অবস্থায় ফেলে গিয়েছিলেন তাতে ফুটবলে দলই গড়া অসম্ভব হয়ে পড়েছিল। বাদল রায়ের নেতৃত্বে বেশ কজন দলের সাবেক ফুটবলার ও সংগঠকদের প্রচেষ্টায় অচেনা তরুণদের নিয়ে দল গড়া হয়। আগের মৌসুমে ইংলিশ কোচকে ধরে রেখে বিদেশি ফুটবলারও উড়িয়ে আনেন তারা। তবু যে মানের দল তাতে ভরসা করার মতো নয়। অথচ এই মোহামেডানের পারফরম্যান্স চোখে পড়ার মতো। ছয় ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে এখন পর্যন্ত ওপরের সারিতেই আছে।

চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী সেই সঙ্গে সাইফের কাছে হেরে ছয় পয়েন্ট নষ্ট করেছে। জিতেছে আরামবাগ, শেখ রাসেল, বসুন্ধরা কিংস ও উত্তরা বারিধারার বিপক্ষে। অনেক দিন পর ফেডারেশন কাপে সেমিফাইনালে উঠে ভালো খেলার আভাস দিয়েছিল সাদা-কালোরা। তাই লিগে সেভাবে এগুচ্ছে। প্রশ্ন হচ্ছে মোহামেডান কত দূর যাবে? শেষ পর্যন্ত শিরোপা লড়াইয়ে টিকে থাকতে পারবে কি? এ ব্যাপারে ফুটবল দলের ম্যানেজার সাবেক নন্দিত ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব বলেন, আসলে পুরো কৃতিত্বটাই খেলোয়াড়দের। ওরা ভালো খেলছে বলেই শক্ত অবস্থানে আছি। তবে ইংলিশ কোচের কথা না বললে নয়, ক্লাবের এমন বিপর্যয়ের সময় উঁচুমানের কোচ পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর