মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ ০০:০০ টা

অসহায় হকি খেলোয়াড়রা

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া হকি এমনিতেই অচল। ২০১৮ সালের পর প্রিমিয়ার হকির কোনো খবর নেই। চলতি বছরেও লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা ক্ষীণ। ৩১ মার্চ পর্যন্ত হকি ফেডারেশন তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। করোনাভাইরাস আতঙ্কে যেখানে বিশ্ব ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছে। তখন হকির এ ঘোষণায় কোনো চমক নেই। এখন না হয় করোনাভাইরাস তার আগে ফেডারেশনের ঘরোয়া আসর নিয়ে তৎপরতা চোখে পড়েছিল কি? শুধুমাত্র সার্ভিসে দল নিয়ে বিজয় দিবস টুর্নামেন্টে সীমাবদ্ধ রয়েছে। দুই বছর হকির ক্লাব কাপ ও লিগের দেখা নেই একি ভাবা যায়। কেন এই হাল! মুখ কেউ খুলছেন না। সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটাই বড় রহস্য। করোনাভাইরাসে হকি আরও অন্ধকারে হারিয়ে যাচ্ছে। জাতীয় দল বা যুব দল যাই বলি না কেন খেলোয়াড়দের একমাত্র আয়ের উৎস প্রিমিয়ার লিগই। দুই বছরে লিগ না হওয়ায় তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এখনতো খেলোয়াড়রা আরও অসহায়।

 লিগ চালুর কথা বলবে। কর্মকর্তারা যুক্তি দেখাবেন করোনার। কি যে করবে এ নিয়ে চিন্তার শেষ নেই খেলোয়াড়দের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর